চুল দ্রুত লম্বা করার সহজ কৌশল
চুল পরে পাতলা হয়ে যাওয়া এবং লম্বা না হওয়া চুলের সবচেয়ে বড় সমস্যা। অধিকাংশ মেয়ের নিকট চুলের সমস্যার কথা জানতে চাইলে আগে এই উত্তর পাওয়া যায়। চুল পড়া রোধে ও দ্রুত লম্বা হবার জন্য আপনি ঘরে বসেই এর জন্য ঔষধ তৈরি করে নিতে পারেন।
এটি তৈরি করতে শুধুমাত্র ১০০ গ্রাম আমলকী, ১০০ গ্রাম কারিপাতা ও ১ লিটার নারিকেল তেল লাগবে।
প্রথমে আমলকীগুলো ছোট ছোট টুকরায় কেটে নিন। তারপর ২-৩ দিন তা সূর্যের আলোতে শুকিয়ে নিন। এবার কারিপাতাও ১ থেকে ২ দিন রোঁদে ভালভাবে শুকিয়ে নিন। আবার সেই শুঁকানো আমলকী ও কারিপাতা ১ লিটার নারিকেল তেলের মাঝে ভালভাবে সেদ্ধ করুন। এবার এই মিশ্রণটি একটি বোতলে রাখুন। এটি মাথার স্ক্যাল্পে খুব ভালভাবে মালিশ করবেন। এভাবেই সারারাত মাথায় তেল রেখে দিন। পরের দিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত দুইদিন এই তেলের ব্যবহার করুন
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন