চুল প্রতিস্থাপনের অস্ত্রোপচারের পর যুবকের মৃত্যু!
কোনো কারণে মাথার চুল পড়ে গেলে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় মানুষ। নানাভাবে মাথায় নতুন চুল গজানোর প্রক্রিয়া শুরু করা হয়। বর্তমানে মাথায় চুল গজানোর একটি জনপ্রিয় পদ্ধতির নাম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা চুল প্রতিস্থাপন। বিশেষ ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে এ পদ্ধতিতে চুল প্রতিস্থাপন করা হয়।
নিজের মাথায় চুল প্রতিস্থাপনের এই অস্ত্রোপচারের পর ভারতের চেন্নাইয়ের এক মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী এই শিক্ষার্থীর নাম সন্তোষ।
এনডিটিভির খবরে বলা হয়, মাথার চুল পড়ে যাওয়া নিয়ে বেশ লজ্জা-সংকোচে ভুগছিলেন সন্তোষ। এর থেকে মুক্তি পেতে মাথায় চুল প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন তিনি। তবে অস্ত্রোপচারের দুদিনের মাথায় মৃত্যু হয় তাঁর।
ওই মেডিকেল শিক্ষার্থীর মা পি জোসবিন জানান, একটি বেসরকারি হাসপাতালে ১২০০ চুল প্রতিস্থাপনের অস্ত্রোপচারের ১০ ঘণ্টার মধ্যেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় সন্তোষ। এর পর মায়ের চোখের সামনেই মারা যান তিনি।
সন্তোষের পরিবারের দাবি, অ্যাডভান্সড রোবটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের যে চিকিৎসক অস্ত্রোপচার করেছিলেন, তিনি শল্যচিকিৎসক বা সার্জন নন। এ ছাড়া অস্ত্রোপচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই স্থান ত্যাগ করেছিলেন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট)। সন্তোষ মারা যাওয়ার পর থেকেই এ দুই চিকিৎসক পলাতক।
সন্তোষের চিকিৎসার জন্য ৭৩ হাজার টাকা দেওয়া হয়েছিল জানিয়ে তাঁর মা বলেন, ‘তাঁরা প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকা উপার্জন করেন। তাঁদের কাছে টাকাটাই একমাত্র গুরুত্বপূর্ণ। জীবনের কোনো মূল্যই নেই তাঁদের কাছে। আমরা বিচার চাই। দুই চিকিৎসককে যেন গ্রেপ্তার করা হয়।’
এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারটিকে শুধু কেশ পরিচর্যার দোকান বা সেলুন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। দুই মাস আগে সেই লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে। তবু তারা অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানটিতে চীন থেকে প্রশিক্ষণ নিয়ে আসা চিকিৎসক থাকলেও অস্ত্রোপচারের উপযোগী সব ধরনের সুবিধা ছিল না। বিশেষত অপারেশন থিয়েটারটি জীবাণুমুক্ত ছিল না।
সন্তোষের মৃত্যুর পর সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। সেখানে লাইসেন্সবিহীন যেসব ওষুধ ছিল, তা-ও জব্দ করেছে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই সন্তোষের লাশ কবর দেওয়ার কারণে এখন লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন