চুয়াডাঙ্গার ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে ২গ্রুপে সংঘর্ষ
আব্দুর রহমান(জসিম),চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :- -আলমডাঙ্গার ঘোষবিলা হাইস্কুল মাঠে গতকাল শনিবার বিকেলে ইউপি নির্বাচনে আলীগের প্রার্থী বাছাই এক মতবিনিময় সভা হৈ হট্রগোলের কারনে পন্ড হয়েছে । জামজামি ইউনিয়ন আলীগের সভাপতি মোঃ দিদার আলী মালিতার সভাপতিত্বে ইউনিয়ন আলীগ ও অঙ্গ
সংগঠনের সকল নেতাকর্মীর উপস্থিতি ঘটলে মতবিনিময় সভা এক পর্যায়ে সমাবেশ রুপ নেয় । আলোচনা পর্ব উপস্থাপনা।করেন জামজামি ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক মোঃ।রাহাব উদ্দিন। মনোনয়ন প্রত্যাশী।হিসাবে গতবার আলীগের মনোনয়নে।নির্বাচিত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম পুণঃ আলীগের সমর্থন দাবি করে বক্তব্য দেন। সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন বাবলু চৌধুরী বক্তব্য দিতে উঠে শুভেচ্ছা পর্ব শেষ করেই আলীগের মনোনয়ন প্রত্যাশী বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময়মনোনয়ন প্রত্যাশী হিসাবে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ( আলমডাঙ্গার ঘোষবিলাগ্রামের তরুন সমাজ সেবক) শাহারুজ্জামান শাহানুর নিজেকে আসন্ন ইউপি নির্বাচনে আলীগের মনোনিত প্রত্যাশী হিসাবে তার এজেন্ডা তুলে ধরেন। মতবিনিময় সভা নিয়ম মাফিকই চলছিলো – এ পর্যায়ে চুয়াডাঙ্গা জেলা সাবেক ছাত্রলীগ নেতা তপন কুমার বিশ্বাস প্রার্থী বাছায়ে তার মুল্যবান বক্তব্য শেষ করতেই জামজামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রতন শাহ বক্তব্য দিতে গিয়ে বিএনপির দালালদের পৃষ্ঠপোষক কাউকে আলীগের মনোনয়ন দেয়া হবেনা মন্তব্য ছুড়ে দিতেই বর্তমান মোঃনজরুল ইসলাম প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। এ সময় সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু চৌধুরী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সমর্থকদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে স্থানীয় জামজামি ফাঁড়ি পুলিশের টুআইসি মো: জুলহক
সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন