চুয়াডাঙ্গায় ইউপি সচিবদের কর্মবিরতি পালন
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজেন চুয়াডাঙ্গা ৪ উপজেলার ইউনিয়নের সচিবরা উপজেলাওয়ারী কর্র্মবিরতি পালন করছে। রোবার সকাল থেকে ৩ দফা দবীতে এ কর্মবিরতি পালন করছে। এ স্ব স্ব উপজেলায় অবস্থান নেয়।
৩ দফ দাবীগুলো হলো ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করন। বেতন, বোনাস আনুতোষিক, ল্যামগ্রাণ্ট, শ্রান্তি বিনোদন ভাতাসহ শতভাগ অর্থ সরাকারী কোষাগার থেকে প্রদান। ইউপি সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রদান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ ইউনিয়নের সচিব কর্মবিরতি চলকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে অবস্থান নেয়। এসয় চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফয়জুর রহমান ও সদর উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান বলেন ইউপি অফিসে একক কর্মচারী হিসাবে যেসব কাজকর্ম করে থাকেন তার ন্যায মর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া সরকারের অন্যান্য কর্মচারীদের ন্যায় শতভাগ বেতন অফিফা-, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা হতে তাদের বঞ্চিত করা হচ্ছে। তাই সরকার তাদের উল্লেখিত দাবী মেনে না নিলে ফূর্ব ঘোষত সিন্ধান্ত অনুযায়ী। সোমবার জেলা প্রশাসক ক্যার্যালয়ে অবস্থান কর্মসূচী পাল করবেন। ৮ মার্চ তাদের জাতীয় প্রেসক্লাবের সামেন অবস্থান ধর্মঘট পালনের জন্য সারাদেশের ইউপি সচিবদের সাথে যোগ দিবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন