চূড়ান্ত হল বিপিএল-এর সময়সূচি

আগামী ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) তৃতীয় আসর। এর আগে ২০ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ইতোমধ্যে বিপিএলের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ দুপুর দুটায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা পৌনে সাতটায়।
২২ থেকে ২৭ নভেম্বর প্রথম পর্বের খেলা হবে ঢাকায়। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্বের খেলা। চার দিনে আটটি ম্যাচ হবে চট্টগ্রামে। প্রতি দিনই রাখা হয়েছে স্থানীয় দল চিটাগং ভাইকিংসের ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে শেষ পর্যন্ত আবার খেলা ঢাকায়। ফাইনাল ১৫ ডিসেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন