চেহারায় মিল রয়েছে যে হলিউড-বলিউড ১২ তারকাদের
একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের চেহারার মিল রয়েছে, কথাটি একেবারে মিথ্যে নয়! কারণ চেহারায় এমন মিল থাকা মানুষের সন্ধানও মেলে। যদিও তাদের চেহারার গড়নে খানিকটা ভিন্নতা থাকে।
কখনো এসব মানুষের বসবাস একই দেশে, কখনো বা ভিন্ন দেশে। এমনটা দেখা যায় বলিউড-হলিউড তারকাদের ক্ষেত্রে যাদের মুখের আদল ও গড়নে সাদৃশ্য রয়েছে। এই প্রতিবেদনে জেনে নিন হলিউডের যে তারকাদের সঙ্গে বলিউড তারকাদের চেহারায় মিল রয়েছে তারকাদের।
একদিকে জিতেন্দ্র আর অন্যদিকে চার্লি শিন। তাদেরকে আলাদা করে দেখলে মনে হবে মানুষ তো একই। তাছাড়া দুজনকে পাশপাশি রাখলে একে অন্যের যমজ বলেও ভুল করতে পারেন অনেকেই।
কাঁচাপাকা গোঁফ দাড়ি, ছোট ছোট চুলে সঞ্জয় এবং জিন রেনো একেবারে হুবহু এক রকমের-ই।
আমির খানের সঙ্গে টম হ্যাঙ্কের যে হুবহু মিল তা কিন্তু নয়, তবে দুজনের চেহারায় অদ্ভুদ একটা সামঞ্জস্য আছে।
ইরিনা শ্যাক ও দীপিকার ঠোঁট যেন একেবারে এক ছাঁচে তৈরি। শুধু ইরিনার ঠোঁট দীপিকার ঠোঁটের চেয়ে একটু লম্বাটে।
ব্র্যাডলি কুপার কোনো সন্দেহ ছাড়াই বলা যায় ব্র্যাডলি কুপার আর হৃতিকের চেহারায় মিল আছে।
এষা গুপ্তা ও হলিউডের হটেস্ট লেডি অ্যাঞ্জেলিনার চেহারায় যে অদ্ভুদ মিল রয়েছে তা যে কেউ স্বীকার করবেন। চোখ হোক বা ঠোঁট, মুখের চৌকো আদল হোক বা উচ্চতা, দুজন যেন হুবুহু এক।
দিয়া মির্জা, অ্যান হ্য়াথওয়ে। একজন বলিউডের মিষ্টি মেয়ে আর একজন হলিউডের মিষ্টি কন্যা। দুজনের চেহারায় বেশ মিল রয়েছে বলে অনেকের ধারণা। আপনার কি মত?
করিনা কাপুর ও প্যারিস হিলটন দুজনের মুখটাই চৌকটে ধরণের। তাদের ছবি দুটি দেখার পরও কী কিছু বলার অবকাশ থাকে?
প্রীতি জিনতা আর ড্রিউ ব্যারিমোর গালের টোল থেকে চুলের ঢং, সবকিছুতেই একে অপরের সঙ্গে অসাধারণ মিল এই দুই অভিনেত্রীর।
বিগ ব্যাং থিওরির অভিনেতা সিমন হেলবার্গ আর বারফি তারকা রণবীর কাপুরের চেহারায় যে এতটা মিল তা আপনাকেও ভাবনায় ফেলে দিতে পারে। বিশ্বাস করুন তারা সত্যি দুই দেশের বাসিন্দা।
ঊর্মিলা মাতন্ডকর ও জেনিফার অ্যানিস্টন এখন সেভাবে অভিনয় না করলেও দুই অভিনেত্রীর মুখের আদলে অসাধারণ মিল।
কোবি স্মাজার ও ক্যাটরিনা কাইফকে দেখে আপনি যা কিছুই ভাবুন না কেন তা দুজন দুটি আলাদা আলাদা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন