চোট পেয়ে আইপিএল নাইনকে বিদায় হেস্টিংসের

প্রীতি জিন্টার দলের মাঠে নামার আগেই নাইটশিবিরে দুঃসংবাদ! গোড়ালির চোটে আইপিএল নাইন থেকে ছিটকে গেল জন হেস্টিংস৷ চিকিৎসার জন্য দেশে ফিরছেন নাইটদের অজি পেসার৷ হেস্টিংসের পরিবর্তের জন্য আইপিএল টেকনিক্যাল কিমিটির কাছে আবেদন জানাবে কেকেআর৷
মঙ্গলবার মোহালিতে কিংস ইংলেভন পঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কলকাতা নাইটরাইডার্স৷ প্রথম তিন ম্যাচের দু’টি জিতে আইপিএল নাইনে দারুণ শুরু করেছে নাইটরা৷ স্বপ্নের ফর্মে রয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর৷ আর প্রথম তিন ম্যাচের মধ্য তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে প্রীতির পঞ্জাব৷ প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে আইপিএল নাইনে স্বপ্নের শুরু করেছে ‘কিং খান’এর কলকাতা৷ আজ জিতলেই লিগ তালিকায় শীর্ষে পৌঁছে যাবে গম্ভীর অ্যান্ড কোং৷ ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাথে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল কেকেআর৷ কিন্তু পরের ম্যাচেই হায়দরাবাদে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের জয়ের ট্র্যাকে ফেরে নাইটরা৷
পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার ঠিক আগেই হেস্টিংসের ছিটকে যাওয়া চিন্তায় রেখেছে নাইট থিঙ্কট্যাঙ্ককে৷ এবারই দীর্ঘদেহী অজি পেসারকে নিলামে নেয় কেকেআর৷ প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে মাত্র ছ’ রানে দু’টি উইকেট নেন হেস্টিংস৷ যদিও পরের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চার ওভারে ৩১ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি অজি পেসার৷ এই ম্যাচের ঠিক আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন হেস্টিংস৷ যন্ত্রণা নিয়ে খেলেন৷ কিন্তু স্ক্যান রিপোর্ট পাওয়ার পর ওকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট৷ তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল নাইন থেকে ছিটকে গেলেন হেস্টিংস৷ এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের লসিথ মালিঙ্গা ও লেন্ডল সিমন্সকে চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন