চেয়ারম্যান নির্বাচনে বাণিজ্যের অভিযোগ, আ.লীগের সড়ক অবরোধ
হবিগঞ্জের মাধবপুরে ১১ টি ইউনিয়নে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে মহাসড়ক অবরোধ ও মানবন্ধন করেছে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
রবিবার দুপুর বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মনোনয়ন বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্লোগান দিতে থাকে। এসময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পরে। পরে পুলিশ এসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুর নুরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি বেনু রঞ্জন রায়, মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন খান, নাছির খান, আব্দুস শহীদ, আব্দুল কুদ্দুছ চকদার মাখন, মিজানুর রহমান, আরিফুর রহমান, সৈয়দ রাসেল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, গত ৭ এপ্রিল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মাধবপুর উপজেলার ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী সাক্ষাতকার নেয়া হয়। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে তার পছন্দের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠায়।
এ তালিকায় বিএনপি, জামাত ও রাজাকার সন্তানদের নাম রয়েছে বলে তারা জানান।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের ত্যাগি ও রাজপথের নেতাদের যেন মূল্যায়ন করে দলের মনোনয়ন দেয়া হয়। এ সময় অনেক নেতা ঘোষণা দেন তালিকা সংশোধন করা না হলে তারা আত্মহুতি দেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন