চেয়ারম্যান পদে বাবা-ছেলের লড়াই
আসন্ন ইউপি নির্বাচনে যশোরের বাঘারপাড়ায় বাবা-ছেলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শফিকুল ইসলাম ও ছেলে কামরুল ইসলাম টুটুল। টুটুল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন তিনি। তার বাবা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার।
কামরুল ইসলাম টুটুল দাবি করেন, সাপোর্টিং হিসেবে তার বাবা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোন কারণে মনোনয়ন বাতিল হলে তার বাবা নির্বাচন করবেন।
টুটুল জেলা আওয়ামী লীগের সদস্য ও জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের ভাই। এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন প্রভাষক নিখিল কুমার। আগামী ২৮ মে বাঘারপাড়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন