চেয়ারে বসা নিয়ে তর্ক, পিটুনিতে যুবক নিহত
যশোরে নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজুর বাড়ি ওই ইউনিয়নের তালসারি গ্রামে। তাঁর বাবার নাম মোস্তফা আলী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল থেকেই মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় স্থানীয়দের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক উৎসব চলছিল। উৎসবস্থলেই ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে চাতালকর্মী রাজুর (২২) সঙ্গে স্থানীয় কয়েক যুবকের বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ওই যুবকরা পিটিয়ে রাজুকে গুরুতর আহত করে।
পরে প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মধ্যরাতের দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
ওই অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইন উদ্দিন বলেন, রাজু স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের কর্মী। অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনি আহত হন। পরে যশোর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে যে, নিহত রাজুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন