চোখের কালো স্পট সারাতে ঘরোয়া টোটকা
যেভাবে লাইফ ছুটছে স্টাইল নিয়ে ভাববার সময় কোথায়? সারাদিন কাজে বুঁদ। দিনের শেষে শিরদাঁড়া যখন একেবারে নুইয়ে পড়ে তখন বিশ্রামের শেষ ঠিকানা হয় গভীর রাতের বিছানা। ফের সকাল। আবার দৌড়। এইভাবে জীবন চলতে গিয়ে কখনও কি আয়নায় নিজেকে দেখেছেন? চোখের কোল কালো হয়ে রয়েছে। অনেক রকম ক্রিম ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এইসব ছেড়ে অবসর সময়ে কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখুন না, ‘কাজল’ চোখ সজল হয় কিনা?
আমন্ড অয়েল:
শরীরে তো মাখতেই পারেন, তবে প্রতিদিন চোখের কোলে আমন্ড অয়েল লাগালে খুব তাড়াতাড়ি কালো দাগ সেরে যাবে। ভরপুর ভিটামিন ই রয়েছে যা কালো দাগ সারাতে সাহায্য করে।
শসা-
ত্বক চর্চায় গুরুত্বপূর্ণ উপাদান হল শসা। ত্বক চকচক করতে শসা যেমন উপকারী ঠিক তেমনি চোখের কোলে কালো দাগ তুলতেও এর জুড়ি নেই। কী ভাবে লাগাবেন? শসা কেটে ফ্রিজে আধ ঘণ্টা রাখুন। তারপর দুই চোখের উপর ধরে রাখুন দশ মিনিট। এইভাবে এক মাস লাগালে দেখবেন চোখের কোলে কালো দাগ উধাও।
আলুর খোসা-
কোনও কিছু ফেলনা নয়। আলুর খোসা রূপ চর্চায় বেশ উপযোগী। আলুর খোসার রস ভাল করে তুলোয় ভিজিয়ে নিন। তারপর ১০ থেকে ১৫ মিনিট চোখের কোলে লাগান।
গোলাপ জল-
রূপচর্চায় খুব পরিচিত ব্যবহার্য গোলাপ জল। ত্বক মসৃণ রাখতে গোলাপ জল তো ব্যবহার করেই থাকি, এবার কালো স্পট হটাতে দিনে দু’বার ভাল করে লাগিয়ে দেখুন চোখের কোলে।
টমেটো-
এক চামচ টমেটো জুস সঙ্গে লেবুর রস মিশিয়ে দিনে দু’বার ভাল করে লাগান। এক সপ্তাহের মধ্যেই ভাল ফল পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন