চোটে ছিটকে গেলেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যামস্ট্রিং চোটের কথা জানা গিয়েছিল। তবে সে চোটকে দূরে ঠেলে ম্যাচটির পুরো সময়ই মাঠে ছিলেন মেসি। এমনকি তার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
তবে দুঃসংবাদ হওলা, মেসির চোট এবার গুরুতর আকার ধারণ করেছে। উরুগুয়ের বিপক্ষে পুরো ম্যাচেই তিনি ব্যথা নিয়েই দুর্দান্ত খেলেন। অবসর ভেঙে নিজের প্রথম ম্যাচেই গোল করে দলকে জয় পাইয়ে দেন। কিন্তু ম্যাচ শেষে মেসি নিজেই জানান প্রচণ্ড ব্যথার কথা।
মেসি বলেন, ‘আমার কুচকিতে প্রচণ্ড ব্যথা। কিন্তু তারপরও আমি খেলতে চাই। কেননা আগেই আমার কারণে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে।’
ফলে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তার খেলা হচ্ছে না। যদিও তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কোচ এদগার্ডো বাউজা মেসিকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ।
বাউজা বলেন, ‘আমরা কোন ঝুঁকি নিতে চাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সে (মেসি) খেলবে না। আমাদের অবশ্যই মেসির খেয়াল রাখতে হবে।’
বাউজা তার দলের তারকা খেলোয়াড়কে নিয়ে খুবই মনযোগী। তাইতো তাকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে না খেলানোর সিদ্ধান্তই নিয়েছেন আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে জয় পাওয়া এই কোচ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন