চোরকে ছেড়ে দিয়ে অন্য চারজনকে আসামি বানাল পুলিশ
চুরি হওয়া গার্মেন্টস পণ্য আটক একজনকে ছেড়ে দিয়ে অন্য চারজনকে আসামি বানিয়ে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গা থানায়। থানার উপপরিদর্শক মোহাম্মদ মনির এসব কারসাজি করেছেন বলে আসামির স্বজনদের অভিযোগ।
আসামির স্বজনরা জানান, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ফুলছড়ি ব্রাইট সোপ কারখানার ভেতর থেকে মেয়েদের তিন হাজার টি শার্ট চুরি হয়। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদ নামে এক ব্যক্তিকে চোরাই মালসহ আটক করে বাহিনীটি।
পরে চোরাই মালের সাথে জড়িত থাকার অভিযোগে আনোয়ার শাহাদাত সুমন, আলমগীর হোসেন রনি, আরিফুল হক সুমন, মাসুদ রানাসহ আরও চারজনকে আটক করে পুলিশ। এরা সবাই স্বজন।
স্বজনদের ভাষ্যমতে, আটককৃতরা জমি ও গোডাউনের মালিক। যাদের কাছ থেকে ভাড়া হিসেবে হিসেবে নেন মো. রাশেদ নামে একজন। রাশেদকে মালসহ বৃহস্পতিবার রাতে আটক করার পর তার কথামতে পুলিশ শুক্রবার সকালে জমি ও গোডাউনের মালিক বাবা-ছেলে ও ভাই হওয়া চারজনকে আটক করে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার আটক করলেও পুলিশ শনিবার রাতে তাদের আটক দেখিয়ে আজ রবিবার দুপুরে আদালতে পাঠায়। এর আগে মূল অভিযুক্ত রাশেদকে ছেড়ে দেয়। এছাড়া উদ্ধার করা টি শার্টের সংখ্যা তিন হাজারের জায়গায় দুই হাজার উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, ব্রাইট সোপ কারখানার ভেতর থেকে অভিযানের সময় রাশেদকে মালামালসহ হাতে নাতে ধরে পুলিশ। এ সময় তিন হাজার পিস মাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নগরীর পতেঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ মনির বলেন, ‘গার্মেন্টস আইটেম চুরির সাথে যারা জড়িত তাদেরকে আটক করা হয়েছে। রাশেদকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকেসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।’
স্থানীয় লোকজন ও আসামির স্বজনদের ভাষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বানানো ভাষ্য। আইন মোতাবেক সব কিছু করা হয়েছে। উদ্ধারকৃত মালের সংখ্যাই বিবরণে উল্লেখ করা হয়েছে।’ ঢাকাটাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন