চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে আজ মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১৪ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী পল্লী বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৪৫৩০) সামনের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি একটি সিএনজি আটোরিকশাসহ এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকচাপায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের আবদুল খালেকের ছেলে আটোরিকশাচালক শরিফুল, যাত্রী অজ্ঞাতনামা এক নারী (৩৫) এবং পথচারী চান্দিনা উপজেলার মহিশাল গ্রামের আবদুর রশিদের ছেলে গোল্ডলিফ সিগারেট কম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
অপরদিকে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় মহাসড়কে উপজেলা সদরের কলেজ রোডের মাথায় একটি কাভার্ড ভ্যানের পেছন দিক থেকে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো ন-১৬-০৬৫৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বন্দরকুলিয়া গ্রামের মুজিবুরের ছেলে সবুজ নিহত হন। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়ানো অপর একটি ট্রাক্টর এবং অপর দুটি গাড়িকে ধাক্কা দিলে ট্রাক্টরে থাকা ১৪ জন মাটি কাটা শ্রমিক আহত হন। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দুই দুর্ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন