‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুল অস্ত্র ব্যবহার করেননি মুস্তাফিজ’
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের পেস বোলিংয়ের মূল ভরসা মুস্তাফিজুর রহমান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও তার দিকেই তাকিয়ে ছিলো পুরো বাংলাদেশ। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে পারেন নি কাটার মাস্টার।
এই বৈশ্বিক আসরে টাইগাররা ৪ ম্যাচ খেললেও মুস্তাফিজ বল হাতে নিতে পেরেছেন কেবল ১ টি মাত্র উইকেট। যার, ফলে চারদিকেই চলছে দ্যা ফিজকে নিয়ে আলোচনা, সমালোচনা। তবে কি মুস্তাফিজ ফুরিয়ে গেছেন? তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরান বলছেন, যে স্টক বল দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের বড় পরীক্ষা নিতেন বাঁহাতি পেসার, সেগুলোই দেখা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
মুস্তাফিজ যে কাটার, ইয়র্কার, স্লোয়ারে দিশেহারা করতেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের, সেটাই এই বৈশ্বিক আসরে মিস করেছেন সরওয়ার ইমরান। তাছাড়া, ঠিক এই পেসারের গতি ও ধারাবাহিকতার জায়গাতেও পরিবর্তন দেখছেন বাংলাদেশের এই অভিজ্ঞ কোচ।
সরওয়ার ইমরানের ভাষ্যমতে, ‘মোস্তাফিজের যে স্টক বল, সেটাই তো নেই। প্রতিটি বোলারের নিজের কিছু বল থাকে। প্রচুর অনুশীলন করে যেটি সে আয়ত্ত করে। ওর সেই স্টক বল দেখতে পাইনি। কখনো হাফ ভলি, কখনো অফ স্টাম্পের বাইরে কখনো বা স্লোয়ার দিচ্ছে। যে বলে সে পারদর্শী, সেটা দিতে দেখিনি। আগে যে গতিটা তার ছিল, ধারাবাহিক জায়গায় করতে পারত, সেটাও দেখা যায়নি। ’
অবশ্য কদিন আগে মোস্তাফিজ নিজেই বলছিলেন, দেশের মাটিতে তার কাটার যতোটা কার্যকর, বিদেশের মাটিতে এতোটা কার্যকর না। তবে, ঘরোয়া ক্রিকেটের এই সফল কোচের কাছে তা ভিত্তিহীন মনে হচ্ছে। তিনি মুস্তাফিজের বোলিং এঙ্গেলে পরিবর্তন দেখছেন।
এই প্রসঙ্গে সরওয়ার ইমরান বলেন, ‘ইংলিশ কন্ডিশনে হবে না, এটা ভুল। সে অ্যাঙ্গেলে একটু পরিবর্তন এনেছে। আগে ক্লোজ টু দ্য স্টাম্প করত। বলটা অফ স্টাম্পে পড়ত, কাট করে বের হতো। খেলতে পারত না ব্যাটসম্যানরা। এখন স্টাম্প থেকে দূরে বোলিং করে। যখন এটা করবেন, তখন লেগ স্টাম্পের বাইরে পিচ করাতে হবে। বলটা তখন অফ বা মিডল স্টাম্পে আসবে। এটা করতে গিয়ে এবার ও অনেক মার খেয়েছে। লাইন-লেন্থেও অনেক পার্থক্য দেখা গেল। এক জায়গায় বোলিং করতে পারেনি। ভুল লেন্থে বারবার বল করেছে আর ব্যাটসম্যানরা ওটার মাসুল উটিয়েছে। ’
অস্ত্রোপচারের ফলে মুস্তাফিজের অ্যাকশনে পরিবর্তন হয়েছে বলে মনে করেন না দেশের এই অভিজ্ঞ কোচ। তার মতে, ‘অস্ত্রোপচারের কোনো প্রভাব নেই। অ্যাঙ্গেল বদলালে লাইন-লেন্থ, শরীরের অবস্থান, বোলারের মানসিকতা সব বদলে যাবে। আর অনেকে বলছে মোস্তাফিজকে ব্যাটসম্যানরা পড়ে ফেলছে, এটাও ঠিক নয়। ওর আগের যে অ্যাকশন ছিল, সেটা সহজে পড়ার মতো ছিল না। ’
তবে এক টুর্নামেন্ট দিয়ে মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলারকে বিচার করতে নারাজ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল এই কোচ। ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এই টাইগার তারকা আবার স্বরূপে ফিরবেন এটাই কাম্য সরওয়ার ইমরানের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন