চ্যাম্পিয়নদের কেন এই শোচনীয় ব্যর্থতা?

এখনও চার ম্যাচ হাতে। সামনের ম্যাচগুলো ঘুরে দাঁড়াতেও পারে কুমিল্লা। কিন্তু ঘুরে দাঁড়ালেও তা কাজে আসবে না। শেষ চারের আশা শেষ হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
শুক্রবার অনুশীলন শেষে দলটির ওপেনার ইমরুল কায়েস বলেছিলেন, সামনের ম্যাচগুলোতে ভালো করে তার দল ঘুরে দাঁড়াতে চায়। শেষ চারে খেলার স্বপ্নও দেখা গেছে ইমরুলের চোখে মুখে। কিন্তু শনিবার ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে সব স্বপ্ন শেষ। চার ম্যাচ হাতে রেখেই শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল কুমিল্লার।
আট ম্যাচে দলটির পয়েন্ট মাত্র দুই। স্বাভাবিক কারণেই সবার নিচে অবস্থান করছে কুমিল্লা। একমাত্র জয়টি এসেছিল রাজশাহীর বিপক্ষে।
কুমিল্লার হাতে আছে এখনও চার ম্যাচ। কিন্তু এই চার ম্যাচেও যদি জয় পায় তাহলেও শেষ চারে ওঠার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ১০। কিন্তু ১০ পয়েন্ট নিয়েও শেষ চারে ওঠার সুযোগ নেই। ১২ পয়েন্টের নিচে হলে কোনো দলের পক্ষে শেষ চারে খেলা সম্ভব হবে না।
তাই শনিবারের ম্যাচটি হারার ফলে কুমিল্লার বাকি চার ম্যাচ হয়ে দাঁড়ালো নিয়মরক্ষার।
বর্তমান চ্যাম্পিয়নদের কেন এই শোচনীয় ব্যর্থতা? এই নিয়েই চারদিকে আলোচনা, সমালোচনা। ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতাই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে বলে মনে করা হচ্ছে। এক তো ভালো ম্যানের ব্যাটসম্যান দলে নেই, আর যারা আছেন তাদের কেউই ধারাবাহিকতা দেখা পারেননি। ম্যাচ উইনিং ইনিংস আসেনি কারো ব্যাট থেকে।
দেশি বিদেশি সংগ্রহ কোনোটাই ভালো ছিল না। তবে সবচেয়ে বড় ব্যর্থতা দেখিয়েছেন ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। ৮ ইনিংসের মধ্যে মাত্র একটা ভালো ইনিংস খেলেছেন ইমরুল। অন্যদিকে সব ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন