চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে যেমন হবে পাকিস্তানের একাদশ

‘কেউ ভাবেনি পাকিস্তান ফাইনালে পৌঁছাবে। এটা আমার কাছে ও আমার দেশের কাছে একই সঙ্গে গর্বের এবং আনন্দের’, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার পর এমনই প্রতিক্রিয়া দিয়েছেন পাক ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।
ক্যাপ্টেন সরফরাজের এই মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রথম ম্যাচেই ভারতের কাছে হার। তখন পাক দলের সমালচনায় মুখর হয়েছিল গোটা দেশ। এরপর একটানা পর পর তিন ম্যাচে জয়। লিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ওঠে পাকিস্তান। এরপর যে কাণ্ডটা ঘটল সেটাই পাকদলের সঙ্গে জুড়ে দিল ‘বিপদজ্জনক’ বিশেষণ।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘ফেভারিট’ ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সোজা ফাইনালের টিকিট পাকা করে ফেলে তাঁরা। আর এর ফলে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট জয় নিয়েই ফাইনালে ভারত। এমনকি ব্লু ব্রিগেডের ফাইনালে ওঠাকে প্রত্যাশিতই বলছে পাক ক্রিকেট বিষেশজ্ঞরা।
আর ৪৮ ঘণ্টার মধ্যেই লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ‘বিপদজ্জনক’ পাকিস্তান এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নস ভারত। ফাইনালে সম্ভবত উইনিং কম্বিনেশন ধরে রাখবে ভারত, তবে দল পরিবর্তন করতে পারে সরফরাজরা, এমনই ইঙ্গিত পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যম ডন এর।
ডন এর মতে ফাইনালে এমনই হতে পারে পাকিস্তান একাদশ: আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট কিপার), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি ও জুনেইদ খান ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন