চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ফাইনাল পাতানো!

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। আসরে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে কোহলিদের। এবার আর সমালোচনা নয়, ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে তাঁদের বিপক্ষে। দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রামদাস আঠাওয়ালে এ অভিযোগ তোলেন। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ম্যাচটি তদন্তেরও দাবি করেছেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়, চ্যাম্পিয়নস ট্রফি শেষে ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি পাতানো হয়েছে বলে অনেকেই অভিযোগ আনে। এবার একজন মন্ত্রীর অভিযোগের বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে।
এক অভিযোগে রামদাস বলেন, ‘পুরো টুর্নামেন্টে যে ক্রিকেটাররা এত দুর্দান্ত খেলেছে, তাঁরা কী করে ফাইনালে এমন বাজে খেলেছে। এতেই বোঝা হয়, হয় ম্যাচের ফল আগে থেকেই ঠিক ছিল। দ্রুত এই ম্যাচটি তদন্ত হওয়া উচিত।’
ম্যাচ পাতানোর পেছনে নাকি মূল হোতা ছিলেন যুবরাজ সিং ও বিরাট কোহলি। এ প্রসঙ্গে ভারতীয় মন্ত্রী বলেন, ‘যুবরাজ এর আগে বহু ম্যাচে দেশের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন। কোহলির বহু ম্যাচে শতক রয়েছে—তাঁরাই কি না পাকিস্তানের বিপক্ষে হতাশ করেছেন। ম্যাচটি দেখে আমার মনে হয়েছে, তাঁরা যেন হারতেই মাঠে নেমেছেন। তাই ম্যাচটি আমি তদন্তের দাবি জানাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন