চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই ইংল্যন্ডের মুখোমুখি বাংলাদেশ

গতবার অসাধারন একটি বছর কাটানোর মধ্য দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের জন্য আজ ফিকশ্চার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি-তামিম-মুস্তাফিজরা। শক্তিশালী পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সপ্তম দল হিসেবে ওই আসরে খেলার সুযোগ পায় বাংলাদেশ। গত ৩০ সেপ্টেম্বর ২০১৫ সালে আইসিসির র্যাঙ্কিংয়ের সেরা আট দলই এই আসরে জায়গা করে নেয়।
আগামী বছর জুনের ১ তারিখে ওভালে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপে থাকছে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচের পর আগামী বছরের ৫ জুন ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর পর ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সুবুজের জার্সিধারীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন