চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশের অধিনায়ক গাঙ্গুলী; দলে নেই শচীন!
বিভিন্ন টুর্নামেন্টকে ঘিরে সেরা একাদশ ঘোষণার হিড়িক চলছে। এবার চ্যাম্পিয়নস ট্রফির সর্বকালের সেরা একাদশ নির্বাচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির এই টুর্নামেন্টে সেরা পারফর্মারদের নিয়ে সর্বকালের সেরা চ্যাম্পিয়নস ট্রফি একাদশ প্রকাশ করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে। যেখানে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একাদশে ঠাঁই হয়নি ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের!
চ্যাম্পিয়নস ট্রফিতে সাবেক ভারতীয় অধিনায়কে গাঙ্গুলী অসাধারণ পারফর্মেন্স করেছেন। আরও বড় চমক হলো একাদশে উইকেটকিপার হিসেবে আছেন ‘দ্য ওয়াল’ খ্যাত ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তবে এই দুই সাবেক ক্রিকেটার ছাড়া আর কোনো ভারতীয় ক্রিকেটার জায়গা পাননি এই দলে। এমনকী শচীন টেন্ডুলকারও না! একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নামও নেই।
ওপেনার হিসেবে আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। যিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারি। ১৭ ম্যাচে গেইলের রান ৭৯১। গড় ৫২.৭৩। স্ট্রাইক রেট ৮৮.৭৭। সেঞ্চুরি রয়েছে ৩টি। অপর ওপেনার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস। দশ ম্যাচে ৫১.১১ গড়ে ৪৬০ রান রয়েছে এই টুর্নামেন্টে গিবসের।
আর সৌরভ গাঙ্গুলী? ১৩ ম্যাচে সৌরভ ৭৩.৮৮ গড়ে ৬৬৫ রান করেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। সেঞ্চুরি ৩টি। স্ট্রাইক রেট ৮৩.১২। সর্বোচ্চ অপরাজিত ১৪১। যার মধ্যে ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালে সেঞ্চুরি রয়েছে। আর দ্রাবিড়ের রয়েছে ১৯ ম্যাচে ৬২৭ রান। গড় ৪৮.২৩।
এ ছাড়া একাদশে স্থান পেয়েছেন- জাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড), কাইল মিলস (নিউজিল্যান্ড), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা) ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন