চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বেন স্টোকস!
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন বেন স্টোকস, তার অলরাউন্ড নৈপুণ্যেই ম্যাচে ৩ উইকেটের জয় পায় রাইজিং পুনে সুপারজায়ান্ট। কিন্তু ওই ম্যাচে পাওয়া কাঁধের চোটে গোটা আইপিএলেই অনিশ্চিত হয়ে পড়েছেন এই ইংলিশ ক্রিকেটার। শুধু তাই নয়, ঘরের মাঠে পহেলা জুন থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকা এই অলরাউন্ডাকে ইংল্যান্ড পাবে কিনা, সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে, কাঁধের পেশিতে যে চোট পেয়েছেন স্টোকস, সেটা গ্রেড-১ পর্যায়ের। পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ ধরনের চোট কাটিয়ে উঠতে যথেষ্টই সময় লাগে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে যাওয়া ইংল্যান্ডের জন্য খবরটা বেশ হতাশারই। গোটা বিষয়টা ১৪ কোটি রুপি খরচ করে তাকে দলে ভেড়ানো পুণের জন্য কম হতাশার নয়। এমনিতেই পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই দলটি। এরমধ্যে আবার মাঠে পাওয়া যাচ্ছে না ব্যাটে-বলে অন্যতম ভরসা স্টোকসকে।
উল্লেখ্য, দশম আইপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার বেন স্টোকস। পুণে সুপারজায়েন্ট সাড়ে ১৪ কোটি টাকা খরচা করে ঘরে এনেছেন সময়ের সবচেয়ে ধারাবাহিক এই অলরাউন্ডারকে। ইংল্যান্ডের এই অলরাউন্ডার নাম ও দামের সুবিচার করতে পারেননি সেভাবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন