”চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আমাদের শেষ সিরিজ”
বাংলাদেশের কাছে শেষ টেস্টটি হেরে যাওয়াটা এখনো মেনে নিতে পারছে না শ্রীলঙ্কার খেলোয়াড়রা। তবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে তারা দেখছে সুযোগ হিসেবে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ওয়ানডে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা সবশেষ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা দলের ভারপ্রাপ্ত অধিনায়ক উপল থারাঙ্গা।
তিনি বলেন, ‘শেষ টেস্ট ম্যাচটি হেরে যাওয়ায় আমরা বেশ হতাশ। তবে এটা একটি নতুন সিরিজ এবং ভালো সুযোগ শক্তভাবে ঘুরে দাঁড়ানোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজে আমরা ৫-০ ব্যবধানে হেরেছি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এই সিরিজটি।’
ওয়ানডে সিরিজ নেই শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ক্রিকেটার লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। তাদের বিষয়ে জানতে চাইলে থারাঙ্গা বলেন, ‘তারা আমাদের দুজন সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়। অবশ্য দলে বর্তমানে বেশ কিছু তরুণ খেলোয়াড় এসেছে। গেল দুই সিরিজে তারা বেশ ভালোও করেছে। বিশেষ করে নিরোশান ডিকভেলা ও আসেলা গুনারতেœ। তবে আমরা আমাদের সিনিয়রদের নিঃসন্দেহে মিস করব। তবে তাদের অনুপস্থিতি অন্যদের সুযোগ করে দিয়েছে পারফর্ম করার।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা শ্রীলঙ্কার শেষ সিরিজ। গুরুত্বের দিক দিয়ে এই সিরিজ সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আসলে প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন ঘরের মাঠে খেলি। আমরা জানি যে বাংলাদেশ সম্প্রাতিক সময়ে ওয়ানডেতে বেশ ভালো করছে। বিশেষ করে তাদের ঘরের মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আমাদের শেষ সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ক্ষেত্রে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন