চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দশে সাকিব-মাশরাফি
আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তার আগে আট দলের এই টুর্নামেন্টে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমন ১০ বোলারের তালিকা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানের বাংলাদেশের মূল অস্ত্র মুস্তাফিজুর রহমানের নাম না থাকলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন ২ বাংলাদেশি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা এই তালিকায় সাত নম্বরে সাকিব আল হাসান এবং দশ নম্বরে মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ছাড়াও তালিকায় দুইজন করে খেলোয়াড় রযেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। তবে, তালিকায় জায়গা হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কোনো বোলারের।
তবে শুধু তালিকা নয়, কেন তাদের রাখা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাকিবকে রাখার পেছনে তাদের যুক্তি। তিন ফরম্যাটে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসা সাকিব সম্ভাবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। বামহাতি অর্থডক্স স্পিনার হিসেবে মিডল ওভারে সাকিব মিতব্যয়ী একজন বোলার। পাশাপাশি ব্যাট হাতেও সে দুর্দান্ত। যদি সাকিব ভালো করে তাহলে পুরো দলই ভালো করে। ’
মাশরাফি সম্পর্কে লিখেছে, ‘বাংলাদেশের এই অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন বলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। দীর্ঘদেহী মাশরাফি নিষ্প্রাণ উইকেটেও বাউন্স আদায় করতে পারেন। আর নিয়মিত টপ অর্ডারের উইকেট নিয়ে তার সামাথ্য বজায় রাখে।
সেরা দশ বোলার:
১। ইমরান তাহির
২। মিশেল স্টার্ক
৩। ট্রেন্ট বোল্ট
৪। কাগিসো রাবাদা
৫। জশ হ্যাজলউড
৬। ক্রিস ওকস
৭। সাকিব আল হাসান
৮। মিচেল স্যান্টনার
৯। আদিল রশিদ
১০। মাশরাফি বিন মর্তুজা
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন