সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চ্যাম্পিয়ন কুমিল্লার ‘চ্যাম্পিয়ন’ দল

বিপিএলের চতুর্থ আসরের জন্য ‘চ্যাম্পিয়ন’ দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফি বিন মুর্তজাকে আগেই দলে রেখে দেয়। ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটার মাশরাফির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। পুরোনো ক্রিকেটারদের মধ্যে এ দলে আছেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস। গত আসর লিটন কুমিল্লা হয়ে দ্যুতি ছড়াতে পারেননি। তবুও এবার তার ওপর আস্থা রাখছে কুমিল্লা।

সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে কুমিল্লা। আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন, নাহিদুল ইসলাম, সৈকত আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে চ্যাম্পিয়নরা। আল-আমিন জুনিয়র সর্বশেষ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৬৭২ রান করেছিলেন। পাশাপাশি এইচপি ক্যাম্পেও দারুণ পারফরম্যান্স করেছেন। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন শান্ত ও সাইফউদ্দিন। মাশরাফি ভরসা রেখেছেন দুই সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ শরীফ ও নাবিল সামাদের ওপর।

বিদেশি ক্রিকেটারদের সধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আসহার জাইদিকে আগেই দলে নিয়েছে। গত আসরেও এ দলে খেলেছেন জাইদি। দুই শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকারা ও থিসেরা পেরেরাও আছেন এ দলে। এ ছাড়া পাকিস্তানের সোহেল তানভির ও ইমাদ ওয়াসিমকেও নিয়েছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার ইমাদ সম্প্রতি বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খানও আছেন এ দলে। বাংলাদেশ সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এ আফগান ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো করা ব্যাটসম্যান খালিদ লতিফও কুমিল্লায় খেলবেন। তালিকার ক্রিকেটার হিসেবে লতিফকে দলে নিয়েছে কুমিল্লা। তাদের দলের আরেক পাকিস্তানি ক্রিকেটার ব্যাটসম্যান শাহজিব হাসান। ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জেসন হোল্ডারকেও দেখা যাবে চ্যাম্পিয়ন দলের জার্সিতে। সব মিলিয়ে স্কোয়াডটি বেশ শক্তিশালী হয়েছে।

এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
আইকন/এ প্লাস ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা।
পুরাতন ক্রিকেটার: লিটন কুমার দাস, ইমরুল কায়েস।
তালিকার দেশি ক্রিকেটার : আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিম উদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।
তালিকার বিদেশি ক্রিকেটার: খালিদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।
তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি