চ্যাম্পিয়ন কুমিল্লার ফেয়ারওয়েল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মত খেলতে নেমেই গত আসরে বাজিমাৎ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাদুর কাঠির ছোঁয়ায় ফ্র্যাঞ্চাইজিটি পেয়ে গিয়েছিল শিরোপার ট্রফি।
কিন্তু, এক বছরের ব্যবধানেই মূদ্রার উল্টো পিঠ দেখতে হল মাশরাফিদের। এবার আর শেষ চারেই যাওয়া হল না তাদের। ১২ টির মধ্যে মাত্র পাঁচটিতে জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।
এমন অবস্থায় দলের ক্রিকেটার ও মালিকপক্ষের মনোবল ভেঙে যাওয়া স্বাভাবিক। সে কারণেই কি না, মালিক পক্ষের তরফ থেকে দারুণ এক উদ্যোগ নেওয়া হল।
টুর্নামেন্ট শেষে এক ফেয়ারওয়েল পার্টির আয়োজন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকপক্ষ। সেখানে খেলোয়াড় ও মালিকপক্ষের কর্মকর্তারা ছাড়াও আরও অনেক উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল, পরামর্শক খালেদ মাসুদ পাইলট, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর বাদে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলা তামিম ইকবাল ও তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদের মত ক্রিকেটারদেরও দেখা যায় সেখানে।
ঢাকার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানের। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বেদনায় যে দলটা ডুবে নেই সেটা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন