‘চ্যাম্প’ প্রচারে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আসছে টুইটার বেঙ্গল
আগামী এক দু’মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে টুইটার বেঙ্গল। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইন্ডিয়া হ্যান্ডলটি চালু হয় ২০১০ সালে। দৈনিক অ্যাক্টিভ ইউজারদের সংখ্যার পরিপ্রেক্ষিতে ভারত এই মুহূর্তে টুইটারের সবচেয়ে দ্রুত উন্নয়নমূলক বাজারগুলির একটি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নেটওয়র্ক হিসেবে নয়, বাণিজ্যিক প্রচারমাধ্যম হিসেবে এই প্ল্যাটফর্ম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক কালে। বিশেষ করে বিনোদনমূলক প্রচারের ক্ষেত্রে এই নেটওয়র্ক অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির চেয়ে অনেকাংশেই এগিয়ে।
‘টুইটার ইন্ডিয়া’-র ‘ব্লু রুম’ এই মুহূর্তে জাতীয় স্তরে ফিল্ম প্রোমোশনের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম এবং গতকাল অর্থাৎ ২১ মে এই ‘ব্লু রুম’ থেকেই প্রথম কোনও বাংলা ছবির জাতীয় প্রোমোশন ঘটল। প্রযোজক হিসেবে দেবের প্রথম ছবি ‘চ্যাম্প’-এর প্রচারে লাইভ চ্যাট শো অনুষ্ঠিত হল রাম কমল মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। ইউজারদের মধ্যে এই টুইটার লাইভ নিয়ে ব্যাপক উৎসাহ দেখে এবং লাইভ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ইউজার ট্রাফিক দেখে উচ্ছ্বসিত টুইটার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
একটি বিশেষ সূত্রের খবর, টুইটার কর্তৃপক্ষ এবার ‘টুইটার বেঙ্গল’ লঞ্চ করার কথা ভাবনাচিন্তা করছেন। এই নতুন হ্যান্ডলটির মাধ্যমে আরও ব্যাপক হারে বাংলা ছবি প্রচারের কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। সর্বভারতীয় ইন্ডিয়া হ্যান্ডল ছাড়াও আঞ্চলিক হ্যান্ডল লঞ্চ করার পরিকল্পনা চলছিল অনেকদিন ধরেই। এদেশে টুইটারের অন্যতম প্রধান মিডিয়া পার্টনার,‘প্ল্যানেট মরাঠি’-র মাধ্যমেই ‘টুইটার বেঙ্গল’ লঞ্চ হতে পারে। গতকালের টুইটার লাইভে উপস্থিত ছিলেন ‘প্ল্যানেট মরাঠি’-র প্রতিষ্ঠাতা অক্ষয় বরদাপুকুর।
বাংলা ছবির প্রচার নিয়ে ইউজারদের মধ্যে এই বিপুল উৎসাহ দেখে তিনি আপ্লুত। মোটামুটি ভাবে ধারণা করা হচ্ছে যে আগামী জুলাই মাসের মধ্যেই লঞ্চ হতে পারে টুইটার বেঙ্গল। এই নতুন হ্যান্ডলটি চালু হলে বাংলা বিনোদন জগৎ একটি বৃহৎ প্রচারমাধ্যম পাবে নিঃসন্দেহে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন