চ্যালেঞ্জিং সময় পার করছে আওয়ামী লীগ
৫ জানুয়ারির নির্বাচন থেকে শুরু করে একের পর এক কঠিন সময় পার করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমানে দলের কেন্দ্রীয় কাউন্সিল, উপজেলা নির্বাচন ও সরকারের ইমেজ ধরে রাখার জন্য বড় চ্যালেঞ্জিং সময় পার করছে দলটি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ সরকারকে হটাতে বিদেশিদের মাধ্যমে চাপ প্রয়োগ ও হরতাল-অবরোধসহ নানান কৌশল প্রয়োগ করেছে ২০ দলীয় জোট। সরকার ও তার দল গত দুই বছর ধরে বিএনপি জোটের আন্দোলন-সংগ্রামসহ সকল কৌশলকে প্রতিরোধ করছে।
এই সরকারের অধীনে ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পক্ষথেকে এসব নির্বাচনে নানান ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগ এসেছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম সিটি নির্বাচনের মাঝ পথ থেকে সড়ে গেছে বিএনপি।
বর্তমান সময়টা সরকার ও তার দলের জন্য অগ্নিপরীক্ষা। একদিকে সারাদেশে শিশু হত্যা ও আইন শৃঙ্খলার অবনতি ও বিরোধী জোটের আন্দোলনের হুমকি-ধামকি। অন্যদিকে দলের জাতীয় কাউন্সিল, দলীয় প্রতীকে ইউপি নির্বাচন।পাশাপাশি বিএনপির কাউন্সিলের স্থান নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সরকার। সব মিলিয়ে একটি কঠিন সময় পার করছে ক্ষমতাসীনরা।
তবে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে আগামী ২৮ মার্চ দলের কেন্দ্রীয় কাউন্সিলের সময় পরিবর্তন করা হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন