চড় মারার খবর অস্বীকার সানি লিওনের স্বামীর

সুরাটে হোলির অনুষ্ঠানে ঢোকার আগে এক সাংবাদিকের ‘অশ্লীল’ প্রশ্নের জবাবে সানি লিওন তাকে চড় মারেন বলে যে খবর রটেছিল তা অস্বীকার করেছেন তার স্বামী।
‘প্লে হোলি উইথ সানি লিওন’ নামের ওই অনুষ্ঠানে ওই সাংবাদিক সানি লিওনকে প্রশ্ন করেন, ‘রাতের প্রোগ্রামের জন্য এখন আপনার চার্জ কত?’ এতে বেজায় চটে যান সাবেক পর্ন তারকা। ওই সাংবাদিককে চড় মেরে বসেন তিনি।
পরে অনুষ্ঠানের আয়োজকদের জানান কোনো সাংবাদিক আশপাশে না থাকলেই কেবল পারফর্ম করবেন তিনি। তারপর মাত্র ১৫ মিনিট পারফর্ম করে অনুষ্ঠান ত্যাগ করেন হালের বলিউড অভিনেত্রী সানি লিওন।
বৃহস্পতিবার সকালের ওই ঘটনার সময় সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার সঙ্গে ছিলেন। সুরাটের একটি পাঁচতারা হোটেলে প্রবেশের সময় এক মাতাল লোক সানি লিওন ঘনিষ্ঠ হতে চাচ্ছিল। তাকে সরিয়ে দিয়ে সানির সাক্ষাৎর নিতে শুরু করেন ‘চড় খাওয়া’ ওই সাংবাদিক।
এ ঘটনা জানাজানির পর সানি চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন। সানি লিওনের দাবি, তিনি কোনো সাংবাদিককে চড় মারেননি। চড় মারার কাহিনী সম্পূর্ণ মিথ্যা, তার সম্পর্কে ‘রটনা’ হচ্ছে।
সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেছেন, ‘ওই খবর সম্পূর্ণ মিথ্যা। কোনো সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়। এটা লজ্জাজনক। এমনকী গণমাধ্যমে সানি লিওনের যে বক্তব্য ছাপা হয়েছে তাও ভুল।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন