ছক্কার বিশ্ব রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বোলারদের বল উড়িয়ে সীমানা ছাড়া করার উৎসবে মেতেছিলেন এভিন লুইস-জনসন চার্লসরা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের অধিকারে। ২০১৪ সালের বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা। সেই রেকর্ড নিজেদের করে নিতে বিশ্ব চ্যাম্পিয়নরা হাঁকিয়েছে ২১টি ছক্কা।
বিনির ওভারে পাঁচটি ছক্কা হাঁকানো লুইস শেষ বলটি ফুলটস পেয়েছিলেন। কিন্তু সেই বলে টাইমিংয়ে গড়বড় করে ১ রানের বেশি নিতে পারেননি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির ৪৫ বলে শতকের রেকর্ড ভাঙতে পারেননি লুইস। ৪৮ বলে তিনি পৌঁছান তিন অঙ্কে।
সর্বোচ্চ ৯টি ছক্কা এসেছে এ উদ্বোধনী ব্যাটসম্যান থেকে। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী চার্লসের ব্যাট থেকে আসে ৭টি ছক্কা। দুটি করে ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। অধিনায় কার্লোস ব্র্যাথওয়েইট উড়িয়ে সীমানা ছাড়া করেন একবার।
শনিবার ফ্লোরিডায় টস জিতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন