ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২৪ সেনা সদস্য নিহত!
ছত্তিশগড়ের সুকমায় টহলরত অবস্থায় মাওবাদীদের গুলিতে নিহত হলেন ২৪ জন সিআরপিএফ জওয়ান। আজ সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। হেলিকপ্টারে আহতদের উদ্ধার করা হয়েছে। গুলির লড়াই এখনও চলছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টা নাগাদ। বুরকাপাল অঞ্চলে টহল দেওয়ার সময় আচমকা মাওবাদীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তৈরি হওয়ার সুযোগ পর্যন্ত পাননি তারা। কয়েকজন জওয়ান কোনোক্রমে আড়ালে গিয়ে পাল্টা গুলি চালান। ঘটনাস্থলেই বহু জওয়ান প্রাণ হারান। তাঁরা প্রত্যেকেই ‘সিআরপিএ ৭৪’ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
ঘটনার খবর পেয়ে নিকটবর্তী ক্যাম্প থেকে দ্রুত রিইনফোর্সমেন্ট পাঠানো হয়। হেলিকপ্টার পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন সিআরপিএফের স্পেশাল ডিরেক্টর জেনারেল ডি এম অবস্থি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক জওয়ানের মৃত্যু হয়। ঘটনার পর ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং একটি জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যের বস্তার এবং সুকমা অঞ্চলে এখনও মাওবাদীদের উপদ্রব রয়েছে। এর আগেও এ বছরের গোড়ায় মাও হামলায় ১২ জওয়ান শহীদ হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন