ছবিতে মেসি-রোকুজ্জোর মধুচন্দ্রিমা
বাল্যকালের প্রেমিকার সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে হলো আর্জেন্টিনার ফুটবল রাজপুত্রের। দীর্ঘদিনের প্রেম রূপ নিল পরিণয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে মধুচন্দ্রিমা পালন করতে চলে যান লিওনেল মেসি।
তবে কোথায় গিয়েছেন? এ বিষয়ে প্রথমেই কেউ কিছুই জানতে পারেনি। যদিও বিষয়টা জানাজানি হতে খুব বেশি সময় লাগেনি। মেসি এবং তার নতুন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে পাওয়া গেল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘুরে বেড়াতে।
বালি দিয়ে শিল্পকর্ম তৈরির চেষ্টায় মেসি পরিবার!
বিশেষ করে অ্যান্টিগায় সমূদ্র সৈকত এবং সৈকত সংলগ্ন রিসোর্টে নানান ভঙ্গিতে হানিমুনের সময়গুলো কাটাতে দেখা গেছে মেসিকে। মধুচন্দ্রিমার সময়টা বেশ রোমাঞ্চের সঙ্গেই কাটিয়েছেন তারা দু`জন। সঙ্গে চার বছরের ছেলে থিয়াগো এবং এক বছরের ছেলে মাতেওকেও দেখা গেছে।
বিচ টেনিসও খেলেন মেসি-রোকুজ্জো।
এ সময় তারা বিচে টেনিস খেলেন। সূর্যস্নান করেন। শুধু তাই নয়, বিচে বসে বালি দিয়েও ঘরবাড়িও তৈরি করেছেন মেসি পরিবার। এছাড়া দিনভর পানিতে সাঁতার কাটা আর খাওয়া-দাওয়া তো ছিলোই।
পুরো পরিবার একসঙ্গে।
তবে সবচেয়ে বড় চমকের নাম ছিল ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। হঠাৎ করে হাজির হয়ে মেসিদেরকে চমকে দেন সুয়ারেজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই পরিবার মিলে দারুণ কিছু সময় কাটান।
মেসিকে না জানিয়েই স্বপরিবারে অ্যান্টিগা সমূদ্র সৈকতে এসে উপস্থিত হন সুয়ারেজ।
বিয়েকে উপলক্ষ করেই বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে এলএমটেন। স্ত্রী-সন্তান নিয়ে হানিমুনে কাটিয়ে দিলেন দিন পাঁচেক। আগামী শুক্রবার থেকেই বার্সেলোনায় প্রাক-মৌসুম অনুশীলন শুরু হতে যাচ্ছে। নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনেই শুরু হবে মেসিদের নতুন পথ চলা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন