ছবির অফার নিয়ে সানির দ্বারস্থ হচ্ছেন পরিচালকরা!

সানি লিওনের ছবি-বাজার ক্রমেই জমে উঠছে। বলিউডে ছবির মুখ্য চরিত্র থেকে আইটেম নম্বর, সব খানেই হাত পাকিয়ে ফেলেছেন সানি। এবার পালা দক্ষিণে যাওয়ার। ‘রইস’য়ে ‘লায়লা ও লায়লা’ গানে সানির শরীরী বিভঙ্গে বেশ মজেছেন দর্শকরা। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমার জন্য অফারও এসেছে তার কাছে। যোগাযোগ করেছেন দক্ষিণ ভারতের পরিচালকরাও।
শোনা যাচ্ছে, পরিচালক প্রবীণ সাত্তারু তার আগামী এক তেলুগু ছবির জন্য সানির দ্বারস্থ হয়েছেন। ছবির একটি গানের সঙ্গে কোমর দোলান সানি, এমনটাই চান পরিচালক। প্রবীণ জানান, এই গানটির জন্য তার প্রথম পছন্দ ছিল সানি। ছবিতে গানটি এমন মুহূর্তে রয়েছেন, যার জন্য একটি পরিচিত মুখ তাদের দরকার ছিল। তেলুগু চলচ্চিত্র জগতে বহু তারকা রয়েছেন ঠিকই। কিন্তু দক্ষিণেও সানির জনপ্রিয়তার কথায় মাথায় রেখে তাকেই চেয়েছেন প্রযোজকরাও। তবে এই গান কোন আইটেম নম্বর নয়, তা প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। প্রবীণ জানান, এই গানটি ছবিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কোন আইটেম সং নয়। ছবির দ্বিতীয়ার্ধে এটাই একমাত্র গান। গানটিতে একদম অন্য চেহারায় সানিকে দেখা যাবে বলে জানান তিনি। ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার থেকে বলিউড সেনসেশন হয়ে ওঠার রাস্তাটা মোটেই সহজ ছিল না সানি লিওনের জন্য। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন। সূত্র: সংবাদ প্রতিদিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন