ছাগলে সবজী ক্ষেত বিনষ্ট করার অভিযোগে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন..!
ছাগলে সবজী ক্ষেত বিনষ্ট করার অভিযোগে আজ বিকালে মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে শুক্রবার বিকালে এক গৃহবধুকে গাছের সাথে বেধে ব্যাপক নির্যাতন করেছে দুর্বৃত্তরা। নির্যাতিত মালতী রাণী কুকনা গ্রামের রতন কুমার শীলের স্ত্রী।
মালতী রানী ও তার স্বামী রতন কুমার শীল জানান, শুক্রবার বিকালে তাদের পাষা ছাগল বাড়ির পার্শ্ববর্তী ভরত কুমার ঘোষের সবজী ক্ষেতে ঢুকে পড়ে। এ ঘটনায় পুর্ব শত্রুতার জের ধরে এলাকার প্রভাবশালী ভরত কুমার ও তার সমর্থকরা মালতী রাণীকে এলাকার একটি গাছে বেঁধে বেধড়ক মারপিট করে। মালতি জানান,তার স্বামী রতন কুমার শীল স্থানীয় একটি সেলুনে কাজ করেন। সংসারে বাড়তি আর্থিক যোগানের জন্য তিনি হাঁস-মুরগী পালন করেন ও ফাকা মাঠে গরু-ছাগল চরান।
এ নিয়ে প্রতিবেশী ভরত কুমার প্রায়ই তাকে বকাঝকা করে। বিষয়টি এলাকার কয়েকজনকে জানালে ভরত কুমার তার ওপর ক্ষিপ্ত হয় ও মালতির একটি গরু সম্প্রতি লোক দিয়ে গোয়াল থেকে খুলে নিয়ে যায়।
এ ঘটনাটি মালতি মাগুরা সদর থানায় অবহিত করলে ভরত কুমার, স্বপন ঘোষ, রাজকুমার, উত্তম, নৃপেন, অসীমসহ অন্যরা তার ওপর আরো ক্ষিপ্ত হয়। পাশাপাশি তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে শুক্রবার বিকালে মালতী রানীর পোষা ছাগল বাড়ির ভরত কুমার ঘোষের সবজী ক্ষেতে ঢুুকে পড়লে অবিযুক্ত ভরত কুমার ও অন্যরা তার নামে নানা কুৎসা রটিয়ে গাছের সাথে বেধে বেধম মারধর করে নির্যাতন চালায়।
বিষযটি এলাকাবাসী পুলিশকে জানালে অভিযুক্তরা তার বাধন খুলে দেয়।
এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই মালতিকে ছেড়ে দেয়া হয়। পুলিশ সেখানে অবস্থান করছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক তদন্তে মালতিকে গাছে বেধে রাখার সত্যতা মিলেছে।
এ বিষয়ে ভরত কুমার বলেন,‘ মালতী রাণীকে শুধু মাত্র গাছে বেঁধে রেখে হয়েছিল। তবে তাকে নির্যাতন করা হয়নি’।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন