ছাড়পত্র পাবে লিপস্টিক আন্ডার মাই বোরখা?
            
			সেন্সর বোর্ড ছবিটিকে সার্টিফিকেট দিতে নারাজ। কিন্তু ফিল্ম অ্যাপেলেট ট্রাইবুনাল লিপস্টিক আন্ডার মাই বোরখা ছবিটিকে ক্লিয়ারেন্স দেবে। আশা প্রকাশ করেছেন কঙ্কনা সেনশর্মা।
অলংকৃতা শ্রীবাস্তবের ছবি লিপস্টিক আন্ডার মাই বোরখাকে সম্প্রতি ছাড়পত্র দেবে না বলে জানিয়েছে সেন্সর বোর্ড। তাদের বক্তব্য, ছবিতে অনেক অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ছবিটি মহিলাকেন্দ্রিক।
তবে কঙ্কনা বলেছেন, সবাই ছবিটিকে সমর্থন করেছে। আমি কৃতজ্ঞ। ছবিটিকে ট্রাইবুনাল কমিটির কাছে পাঠানো হোক। আশা করি ওরা আমাদের সার্টিফিকেট দেবে। আমরা এগিয়ে যেতে পারব।
কঙ্কনা সেনশর্মা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, প্লাবিতা বোরঠাকুর ও অহনা কুর্মা। এছাড়া আছেন সুশান্ত সিং।
ছবিটি ভারতে মুক্তির ছাড়পত্র না পেলেও বিদেশে অনেক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ লস অ্যাঞ্জেলসে (IFFLA) এটিই ছিল ওপেনিং ফিল্ম। গ্লাসগো ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-য় পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













