ছাড়পত্র পাবে লিপস্টিক আন্ডার মাই বোরখা?

সেন্সর বোর্ড ছবিটিকে সার্টিফিকেট দিতে নারাজ। কিন্তু ফিল্ম অ্যাপেলেট ট্রাইবুনাল লিপস্টিক আন্ডার মাই বোরখা ছবিটিকে ক্লিয়ারেন্স দেবে। আশা প্রকাশ করেছেন কঙ্কনা সেনশর্মা।
অলংকৃতা শ্রীবাস্তবের ছবি লিপস্টিক আন্ডার মাই বোরখাকে সম্প্রতি ছাড়পত্র দেবে না বলে জানিয়েছে সেন্সর বোর্ড। তাদের বক্তব্য, ছবিতে অনেক অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ছবিটি মহিলাকেন্দ্রিক।
তবে কঙ্কনা বলেছেন, সবাই ছবিটিকে সমর্থন করেছে। আমি কৃতজ্ঞ। ছবিটিকে ট্রাইবুনাল কমিটির কাছে পাঠানো হোক। আশা করি ওরা আমাদের সার্টিফিকেট দেবে। আমরা এগিয়ে যেতে পারব।
কঙ্কনা সেনশর্মা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, প্লাবিতা বোরঠাকুর ও অহনা কুর্মা। এছাড়া আছেন সুশান্ত সিং।
ছবিটি ভারতে মুক্তির ছাড়পত্র না পেলেও বিদেশে অনেক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ লস অ্যাঞ্জেলসে (IFFLA) এটিই ছিল ওপেনিং ফিল্ম। গ্লাসগো ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-য় পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন