রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রদল নেতা রাজু হত্যার এক মাসেও অধরা ঘাতকরা

সিলেটে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যাকাণ্ডের এক মাস পূর্ণ হলো আজ। কিন্তু নির্মম এই হত্যার এক মাসেও ধরা পড়েনি মূল হোতারা।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফায়াজ উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কিন্তু আটক তিন আসামিকে ১১ দিন রিমান্ডে নিয়েও তেমন কোনো তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ। আসামিদের কেউ কেউ নগরে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ফয়জুল হক রাজু হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় ২৫ জনের নামোল্লেখ করে নিহতের চাচা যুবলীগ নেতা মো. দবির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আলোচিত ছাত্রদল ক্যাডার আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ওরফে হাজী দিনার, ছাত্রদল নেতা এনামুল হক, একরামুল হক, মোস্তাফিজুর রহমান, শেখ নয়ন, সলিড, ফরহাদ, সাদ্দাম, মুহিবুর রহমান খান রাসেল, রাসেল ওরফে কালা রাসেল, আরাফাত, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, আলফু মিয়া, শাহীন, সুফিয়ান, নজরুল ইসলাম জুনিয়র নজরুল, তোহা, আফজল, সাহেদ, রুবেল মিয়া, মামুন ও জুমেলের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে ঘটনার মূল হোতা হিসেবে ছাত্রদল নেতা আব্দুর রকিব, দিনারসহ ৮ জনকে উল্লেখ করা হলেও এদের কারো হদিস পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের সকলেই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত।

ঘটনার পর এজাহারভুক্ত আসামিদের মধ্যে নগর থেকে আলফু ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। পরে দু’জনকে ৪ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে এজাহারভুক্ত আরেক আসামি সাদ্দামকে গ্রেফতার করে সিলেটে নিয়ে আসা হয়। পরে সাদ্দামকেও নেয়া হয় ৩ দিনের রিমান্ডে। ৩ আসামিকে ১১ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তেমন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা এসআই ফায়াজ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে শুধুমাত্র সাদ্দাম হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করলেও তিনি আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হননি। তাকে আবারো রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে নিহত রাজুর সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, কতটা নির্দয় ও নির্মমভাবে ঘাতকরা তাকে হত্যা করেছিল। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া সুরতহাল প্রতিবেদনটি প্রস্তুত করেন।

এতে বলা হয়, রাজুর মাথার উপরে ২টা, পেছনে ও ডান পাশে ৭টা, কপালের ডানপাশে ১টা ও থুথনিতে ২টা আঘাত রয়েছে। ডান কানের লতি কাটা। বুকের ডান পাশে ১টি ছিদ্র, বুকের মাঝখানে ১টি, ডানপাশে ১টি, বাম কাঁধে ১টি, ডান হাতের বাহু হতে কবজি পর্যন্ত ১২টি, বুক ও পেটের ডানপাশে ১০টি, পিটের ওপরে ও ডান পায়ের হাঁটুতে আঘাত রয়েছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলীসহ ৪টি আঙ্গুল কাটা। শরীরে মোট ৪৪টি আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ফয়জুল হক রাজু তার চাচা দবির আলীর উপশহরের বাসায় থেকে সিলেট ল’ কলেজে পড়ালেখা করতেন। তিনি ল’ প্রথম বর্ষের পরীক্ষায়ও অংশ নেন। রাজু মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক।

সম্প্রতি পড়ালেখায় মনোনিবেশ করায় ছাত্র রাজনীতি থেকে সরে আসেন তিনি। এর ফলে আসামিদের কয়েকজনের সঙ্গে রাজুর মনোমালিন্য শুরু হয়। এর জের ধরেই পরিকল্পিতভাবে রাজুকে খুন করা হয় বলে নিহতের পরিবার জানিয়েছেন।

তবে ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরেই প্রতিপক্ষ গ্রুপের হাতে খুন হন রাজু।

নিহতের পরিবার ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের নিকটবর্তী একটি বাসায় সি.সি. ক্যামেরা থাকায় হত্যাকাণ্ডের পুরো দৃশ্যটি এতে রেকর্ড হয়। সি.সি. ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজে হত্যার দৃশ্য স্পষ্ট রেকর্ড হয় বলে সূত্রটি জানায়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংস্থার কয়েকজন সদস্য সি.সি. ক্যামেরার ওই ফুটেজটি নিয়ে যান। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুটেজটি দেখিয়ে কয়েক আসামির ব্যাপারে নিশ্চিতও হন ওই সংস্থার সদস্যরা।

তবে পুলিশ বলেছে, সি.সি ক্যামেরার বিষয়টি নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শাহাপুর গ্রামের ফজর আলীর ছেলে ফয়জুল হক রাজু। ৩ ভাই ও এক বোনের মধ্যে রাজু ছিলেন সবার বড়।

বড় সন্তান হওয়ায় পড়ালেখার পাশাপাশি পরিবারের সবার প্রতি দায়িত্ব পালন করতেন রাজু। রাজুকে হারিয়ে এখনো পরিবারটিতে চলছে শোকের মাতম।

রাজু হত্যা মামলার বাদী ও নিহতের চাচা যুবলীগ নেতা মো. দবির আলী বলেন, যেকোনো মূল্যেই হোক আমরা রাজুর খুনিদের বিচার চাই। এভাবে যেন আর কারো ছেলে খুন না হয়। তিনি রকিবসহ ঘাতকদের যেন দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা যায় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল