ছাত্রলীগকর্মীকে ধরতে গিয়ে এসআই আহত, গ্রেপ্তার ১
ফেনীর ফুলগাজীতে চাঁদাবাজি মামলার আসামি রুমন নামে এক ছাত্রলীগ কর্মীকে ধরতে গিয়ে লাঞ্ছিত ও আহত হন ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম। আহত পুলিশ কর্মকর্তা মাসুম এ ঘটনায় বাদী হয়ে আজ সোমবার দুপুরে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তারেক নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) এম এম মোর্শেদ জানান, গতকাল রবিবার রাতে চাঁদাবাজী মামলার আসামি ছাত্রলীগকর্মী রুমনকে ধরতে যায় পুলিশ। এ সময় ওই ছাত্রলীগ কর্মীর পক্ষের লোকজন ফুলগাজী থানার উপ-পরিদর্শক মাসুমকে মারধর করে। আহত মাসুম এ সময় তারেক নামে এক ছাত্রলীগকর্মীকে পাকড়াও করেন। পরে আহত উপ-পরিদর্শক মাসুমকে স্থানীয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সোমবার দুপুরে ১৫ জনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা দায়ের করছেন ওই পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) এম এম মোর্শেদ জানান, হামলার ঘটনায় অন্যান্য আসামিদের ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন
ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্তবিস্তারিত পড়ুন