ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৮ঃ শাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৮ জন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হাতাহাতিকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টার দিকে শাহপরাণ হলে সংঘর্ষে লিপ্ত হয় সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীরা। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন দাবি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান রূপকের সঙ্গে কথাকাটাকাটির পর উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, বাছির, মুনকির, হিমেল কর্তৃক তাকে পেটানোর অভিযোগ ওঠে। এরমধ্যে রূপক ইমরান খানের অনুসারী এবং অপর চারজন সবুজের অনুসারী। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টার দিকে শাহপরান হলে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ।
উভয়পক্ষের আহতরা হলেন, মনিরুজ্জামান মনির, সুমন তালুকদার, মৃন্ময় দাস ঝুটন, উজ্জ্বল সাহা, নাহিদ, পিয়াস, মুনকির, জয়, ইয়ামিন, পাপলু, শিহাব, শামসুল, জাহিদ, জুবায়ের, মনোয়ার হোসেন, সিমান্ত, ফিরোজ ও আদনান প্রমুখ।
এ বিষয়ে রূপক বলেন, প্রধান ফটকে আমাকে ডেকে নিয়ে কোনো কিছু না বলেই লক্ষণ, বাছির, মুনকির ও হিমেল আমার উপর হামলা চালায়। তবে লক্ষণ বিষয়টি অস্বীকার করে বলেন, হট্টগোল শোনার পর তিনি সেখানে যান।
শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, আমরা সিনিয়র জুনিয়রের মধ্যে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও প্রধান ফটকে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। ফলে মীমাংসার উদ্যোগ ভন্ডুল হয়ে যায়।
এ বিষয়ে সাধারণ সম্পাদক ইমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে বা যারা সংঘর্ষের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তবে এতবড় সংঘর্ষের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। মারামরি শেষে জালালাবাদ থানা পুলিশের একটি দল শাহপরান হলের সামনে এসে পৌঁছায়।
এ বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, রাতে ঘটনার খবর শুনে আমি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। সকালে এসে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যারা আইন শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন