রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এ মাসেই

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হচ্ছে এ মাসেই। কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ করছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণারও প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘোষণা করা হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি।

চলতি বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক হন এস এম জাকির হোসাইন। দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে তারা ঘোষণা করতে যাচ্ছেন সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি।

এর আগে ২০১১ সালের ১১ জুলাই ২৭তম সম্মেলনে ক্ষমতাসীন দলের এই ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলম। তারা চার মাস শেষে ১৪ নভেম্বর ২২০ সদস্যের কমিটি ঘোষণা করেছিলেন।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, এবার ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। গঠনতন্ত্রে সভাপতি ১ জন, সহ-সভাপতি ৪১ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১০ জন, সাংগঠনিক সম্পাদক ১০ জনসহ মোট ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের কথা বলা আছে। সেভাবেই কমিটি ঘোষণার প্রস্তুতি চলছে।

তবে একটি সূত্র জানান, নির্বাচিত হওয়ার পর ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথম দিকে পূর্ণাঙ্গ কমিটির পক্ষ ছিলেন না। নিজেদের পছন্দের ১২১ বা ১৫১ সদস্যের কমিটি করতে চেয়েছিলেন তারা। কিন্তু ‘বড়ভাই’দের (সাবেক কমিটির নেতা) চাপে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিটি।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে, দুই শীর্ষ নেতাকে ঘিরে ততই স্পষ্ট হচ্ছে দুটি বলয়। সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘিরে এই দুই আলাদা বলয়ে ভিড় করছেন নিজ নিজ অনুসারীরা। তারা সবাই পদপ্রত্যাশী। নেতার পিছু লেগে থাকছেন সারাক্ষণ।

এ রকমই চিত্র দেখা গেছে সম্প্রতি সভাপতি সাইফুর রহমান সোহাগের ঝিনাইদহ সফর এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের কুড়িগ্রাম, মৌলভীবাজার, জামালপুর ও সর্বশেষ বগুড়া সফরে। এ সময় তাদের সঙ্গী হন বিপুলসংখ্যক পদপ্রত্যাশী নেতাকর্মী।

সভাপতির যাত্রায় অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ। অন্যদিকে সাধারণ সম্পাদকের যাত্রায় নিয়মিত সঙ্গী ছিলেন ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি মিজানুর রহমান ও বায়জেদি আহমেদ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, টিএসসি, বঙ্গবন্ধু এভিনিউ আর সোহাগ ও জাকিরের বাসার নিচে পদপ্রত্যাশী নেতাদের ভিড় এখন নিয়মিত চিত্র।

একইভাবে অনেক নেতাকর্মী ধরনা দিচ্ছেন ছাত্রলীগের বড়ভাইদের কাছে। কয়েকজন সাবেক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনে বেশ প্রভাব থাকে সাবেক কমিটির নেতাদের। তাই পদপ্রত্যাশীরা বড়ভাইদের কাছেও ছুটে যান। তারা বলছেন, বড়ভাইদের আশীর্বাদ পেলে ঠিকই ঠাঁই মিলবে পূর্ণাঙ্গ কমিটিতে।

এদিকে ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিগত কেন্দ্রীয় কমিটির যেসব নেতার বয়সের শর্ত পূরণ হবে, তাদেরও রাখা হবে এবারের কমিটিতে। এ ছাড়া মাঠপর্যায়ে যেসব নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, মূল্যায়ন করা হবে তাদের।

কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, “এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে। সে অনুযায়ী কমিটি গঠনের কাজ চলছে।” নেতিবাচক কাজের জন্য অভিযুক্ত, এমন কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না বলে জানান তিনি।

সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “পদপ্রত্যাশীদের সিভি জমা আছে আমাদের কাছে। আমরা তা দেখে মূল্যায়ন করছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারব।”

কমিটি গঠনে সাবেক বড়ভাইদের প্রভাবের বিষয়টি অস্বীকার করেন সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই। সভাপতি সোহাগ বলেন, “ছাত্রলীগে তো কোনো সিন্ডিকেট নেই। প্রভাব থাকার প্রশ্ন উঠছে কেন।“

সোহাগ বলেন, “আপনারা যদি সিন্ডিকেটের কথা বলেন, তাহলে বলব আমাদের সিন্ডিকেট হলো আমাদের একমাত্র আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনা। তার বাইরে আমাদের কোনো সিন্ডিকেট নেই।”

ছাত্রলীগে কোনো ধরনের সিন্ডিকেটের কথা নাকচ করে সম্পাদক জাকির বলেন, “আমরা স্বাধীনভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করছি।”

প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আগে ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। কিন্তু ইউনিট তিনটির একটিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। ঢাকাটাইমস

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা