ছাত্রলীগ কান্ডে অস্বস্তিতে সরকার
বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্র লীগের অর্জন অনেক। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা কমিশন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান এবং এগারো দফা ও স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্বাধীকার আন্দোলনে উজ্জল ভূমিকা রেখেছে ছাত্রলীগ।
তবে বর্তমান সরকারকারী দলের এই ভ্রাতৃপ্রতীম সংগঠনটির কিছু নেতাকর্মীদের অনৈতিক কাজের কারণে বার বার প্রশ্নবিদ্ধ হয়েছে এ সংগঠনটি। পাশাপাশি বর্তমান সরকারের সকল উন্নয়নকে মলিন করছে ছাত্রলীগের অনেক কর্মকান্ড।
আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে প্রাণ হারিয়েছে অনেকে। এদিকে পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ রায়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ। এ নিয়ে বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষ পুরো দেশে সমালোচনার ঝড় তুলেছে। ছাত্রলীগের এই কর্মকান্ডে কিছুটা হলেও সরকার বেকায়দায় পড়েছে।
এছাড়াও চাঁদাবাজি, খুন, ধর্ষণ, হামলা, মাদক সেবনসহ নানান অনৈতিক কর্মকান্ডে গণমাধ্যমের শিরোনাম হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে গত সোমাবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে মারাত্মক জখম করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম।
হামলার পর খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ছাত্রলীগ নেতার এমন কান্ড নিয়ে বাংলাদেশের সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমে বেশ ফলাও করে হামলার ভিডিওসহ প্রকাশ করা হচ্ছে নানান প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমও এ নিয়ে তোলপাড়। এমনকি জাতীয় সংসদে ছাত্রলীগ নেতা বদরুলকে ক্রসফায়ার দেয়ার দাবিও তুলেছে সংসদের বিরোধী দলীয়রা। সরকারও এ নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে এখন আর ওষুধ দিয়ে কাজ হবে না প্রয়োজন অপারেশনের। যারা ছাত্রলীগের নামে সাধারণ শিক্ষার্থীদের চাপাতি দিয়ে কোপাচ্ছে, ভর্তি বাণিজ্য করছে, টেন্ডারবাজি করছে তাদের সঙ্গে কোনো আপোস নয়। তবে ছাত্রলীগের বর্তমান কমিটির সময়কালে তেমন বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সিলেটের খাদিজার বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অবহিত আছেন। দোষী যে দলেরই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন