ছাত্রলীগ নেতাকে কোপালো প্রতিপক্ষ
সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু সমর্থকরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দিকে নগরীর টিলাগড় হোটেল আজমিরের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ নগরীর উপশহর ‘এ’ ব্লকের ৫ নম্বর রোডের ৪৪১ নম্বর বাসার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টিলাগড় হোটেল আজমিরের সামনে জাকারিয়া মহমুদসহ ছাত্রলীগের কয়েকজন নেতা আড্ডা দিচ্ছিলেন।
এসময় মোটরসাইকেল যোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরুণ মাহমুদের নিপুর নেতৃত্বে ৮ থেকে ১০ জন ছাত্রলীগ নেতা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগ নেতা সালমান ও রেজওয়ান রাম দা দিয়ে জাকারিয়া মাহমুদকে কুপিয়ে আহত করেন। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। জাকারিয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন