সোমবার, এপ্রিল ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগ নেতার বিবস্ত্র ছবি ফেসবুকে, দল থেকে বহিস্কার

চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে উত্তম-মধ্যম খাওয়া ছাত্রলীগ নেতা তানিম হাসান তারেকের রক্তাক্ত ও বিবস্ত্র ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করেছে ছাত্রলীগ। তানিম চুয়াডাঙ্গা সরকারি কলেজ কমিটির সম্পাদক ছিলেন। বিতর্কের মধ্যে ওই কলেজ কমিটিকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং তারেককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এদিকে বহিস্কৃত ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের কর্মচারী ওই গৃহবধূ। পরিবারসহ তারা কলেজ ক্যাম্পাসে বরাদ্দকৃত বাসায় থাকেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেকের রক্তাক্ত ও বিবস্ত্র ছবি ছড়িয়ে পড়ে। দিনভর এ নিয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড়। ভাইরাল হয়ে যায় ওই ছবি। ফেসবুক থেকে ছবি চলে যায় মোবাইল থেকে মোবাইলে।

শনিবার রাতে ভুক্তভোগী নারী তারেকের বিরুদ্ধে সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ওই নারী কর্মচারীর বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণচেষ্টা করে তারেক। এ সময় তার চিৎকার শুনে দুই ছেলে ও পুত্রবধূ এসে বিবস্ত্র অবস্থায় তারেককে আটক করে উত্তম মধ্যম দেয়। এর পর তার সহযোগিরা খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

পরে পুলিশে খবর দিলে তারেকের শার্ট-প্যান্ট ও মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, চুয়াডাঙ্গা মাঝের পাড়ার ওহাব আলী মিস্ত্রির ছেলে কলেজ ছাত্রলীগ নেতা তারেক কলেজের ওই নারী কর্মচারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে মামলায় উল্লেখ রয়েছে।

তবে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশিক ইকবাল স্বপন বলেছেন, তারেককে নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করেছে।

সূত্র জানায়, শুক্রবার রাতে ঘটনার পরপরই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে রাতেই তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

ওসি জানান, মামলা হয়েছে। পুলিশ তারেক ও তার সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা