ছাত্রলীগ নেতা নিহত, একশ জনের বিরুদ্বে মামলা
আগস্টের প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে একশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কলা অনুষদের সভাপতি নুরমোহাম্মদ জিসানসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ বলে জানা যায়।
এ দিকে দাউদকান্দির গ্রামের বাড়িতে নিহত কাজী খালিদ সাইফুল্লাহকে দাফন করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিকদের জানান ইলিয়াস হোসেন সবুজ বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তার কর্মীদের উপর হামলা চালায়।
তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ বলেন,‘আমরা তাদের উপর হামলা করিনি বরং তারা বহিরাগতদের নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে’।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন