ছাত্রলীগ নেতা হত্যায় গ্রেফতার ৫ আসামি রিমান্ডে
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় গ্রেফতার ৫ ছাত্রকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে ৫ জনকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ৫ আসামি হলেন— ওয়াহিদুজ্জামান (২১), গোলাম মোস্তফা (২২), আশরাফুল ইসলাম (২০), জিয়াউল হায়দার (২২), তামিমুল আলম (২৪)। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
মঙ্গলবার পুলিশ তাদের সন্দেহজনক আটক করেছিল। পরে তাদের হত্যা মামলায় আসামি করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু চক্রবর্তী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যায় ৫ আসামির ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।’
মঙ্গলবার দুপুরে ছুরিকাঘাত করে নাসিম আহমেদ সোহেলকে হত্যার পর মঙ্গলবার গভীর রাতে তার পিতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের বাদী হয়ে সিএমপির চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এতে ১৩ জনের নাম উল্লেখ্য করে আসামি করা হয়। আসামিরা সবাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র। প্রধান আসামি করা হয়েছে বিবিএ’র ছাত্র সোহানকে। তিনি পলাতক রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন