ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই মামলা, আসামি ১৯৪
চট্টগ্রাম কলেজে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ছাত্রলীগের ফুল দেয়ার সময় শিবিরের হামলার ঘটনায় বুধবার রাতেই দু’টি মামলা করা হয়েছে। এতে শিবিরের ১৯৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গতকাল বুধবারই ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
নগরীর চকবাজার থানায় বুধবার রাতে থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. কামাল এই দুটি মামলা করেন।এছাড়া এ ঘটনায় বুধবার রাত পর্ন্ত সংঘর্ষে জড়িত সন্দেহে শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। পরে ৭০ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়।
চকবাজার থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়ের হওয়া দুটি মামলায় শিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে মোট ১৯৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় চারজনের নাম উল্লেখ করে আরো ৯০ জন অজ্ঞাতনামা এবং বিস্ফোরক মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০ জনকে আসামি দেখানো হয়।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা এসআই মো. কামাল জানান, বুধবার ছাত্রলীগ-শিবির সংর্ঘষের পর চট্টগ্রাম কলেজ এলাকা থেকে চারটি কিরিচ, ৩টি গুলির খোসা, দুটি পিস্তলের গুলি খোসা, একটি খালি জর্দার কোটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয়। এসব উদ্ধারে ঘটনায় দুটি মামলা দায়ের করা হয় বলে তিনি জানান।
প্রসঙ্গত, বুধবার দুপুরে মহান বিজয় দিবসে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীরা ফুল দিতে গেলে শিবির বাধা দেয়। এতেই দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন