ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে বিদ্যালয়ে তালা
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে চুমু ও হাতে কামড় দেওয়ার অভিযোগ শনিবার দুপুরে বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়নাল হককে (৪৫) গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে, বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক আয়নাল হক ওই ছাত্রীকে ঝাপটে ধরে গালে চুমু ও হাতে কামড় দেন বলে অভিযোগ রয়েছে।
ওই ছাত্রীর বাবা জানান, এ ঘটনার বিচার চেয়ে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অবগত করেন। কিন্তু ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে, বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহিশ শাফি ঘটনাস্থলে যান। এ সময় তারা বিক্ষুদ্ধ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীকে বিচারে আশ্বাস দিয়ে শান্ত করার চেষ্টা করেন।
তবে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যালয়ে তালা খোলা সম্ভব হয়নি। ফলে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কোনো ক্লাস হয়নি।
ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহিশ শাফি জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জ মিয়া জানান, বিষয়টি তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন