ছাত্রী ধর্ষণে পরিমলের বিরুদ্ধে রায় কাল
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমলের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।
ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করবেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষ একদিন এবং আসামিপক্ষ দুইদিন যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ১০ নভেম্বর রায় ঘোষণার জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফোরকান মিয়া জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে পেরেছি বলে আমরা মনে করছি। আসামি পরিমল জয়ধরের সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা আশা করছি।
মামলায় অভিযোগে বলা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করে শিক্ষক পরিমল জয়ধর। ওই সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুন ফের ধর্ষণ করে।
২০১১ সালের ১৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। চার্জশিটে ভিকারুননিসা নূন স্কুলের অধ্যাপিকা হোসনে আরা বেগম ও শিক্ষক লুৎফর রহমানের অব্যাহতির আবেদন করা হয়।
কিন্তু বিচারিক আদালত ২০১১ সালের ২৫ আগস্ট বাদীপক্ষের অধিকতর তদন্তের আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল লুৎফর রহমান ও হোসনে আরার ব্যাপারে ফের তদন্তের নির্দেশ দেয়।
গোয়েন্দা সংস্থা ডিবির ইন্সপেক্টর মাহবুবে খোদা ২০১১ সালের ২৮ নভেম্বর মামলাটিতে হতে ফের হোসনে আরা বেগম এবং লুৎফর রহমানের অব্যাহতি চান।
কিন্তু ট্রাইব্যুনাল অব্যাহতির আবেদন নাকচ করে ২০১২ সালের ৯ জানয়ারি আসামি পরিমলের সঙ্গে হোসনে আরা বেগম এবং লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সহোযোগিতার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছিল।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১২ সালের ১০ ও ১১ জানুয়ারি হোসনে আরা বেগম ও লুৎফর রহমান ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন নেন।
২০১২ সালেল ৭ মার্চ মামলাটির অভিযোগ গঠনের শুনানিতে আসামি হোসনে আরা বেগম এবং লুৎফর রহমানকে অব্যাহতি দিয়ে শুধু আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলাটিতে ২০১১ সালের ৬ জুলাই পরিমল জয়ধর গ্রেপ্তার হয়। এরপর থেকে পরিমল জয়ধর কারাগারে রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন