ছাদ থেকে পড়ে গিয়েছিল আসিফ !
৯৮১ সালের কথা। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। সে সময় ডঃ ফারুক বলেছিলেন-বয়স ত্রিশ পেরুলেই শুরু হবে শারীরিক যন্ত্রনা। ঘাড়ের তিনটা হাড় আঁকাবাঁকা, বাম বাহু থেকে পুরো হাত এক্স–রে রিপোর্টে আলগা দেখায়, বাম হাতের আঙ্গুল আগেই ভাঙ্গা। বাম পাশেও ঘুমোতে পারেনা, ডান পাশে ঘুমালে বাম হাত উল্টে যায়।
এভাবেই নিজের শরীরে কষ্টের কথাগুলো প্রকাশ করেছিলেন তিনি। নিজের ভেরিফাইড ফেইসবুকে দুটো ছবি পোষ্ট করে আসিফ আকবর এসব কথা লিখেন। তিনি আরো লিখেন, “চয়ন বাংলাদেশের স্বনামধন্য ফিজিও থেরাপিষ্ট, সে আমার কাছে ম্যাজিশিয়ান। সেলিব্রিটি ক্রিকেট খেলার সময় পরিচয়, সে আগে থেকেই আমাকে ভালবাসে। সব সময় ব্যাথা উপেক্ষা করা যায় না, সহ্য করে যেতে হয়, তাইই করছি, তবে চয়নের হাতের ম্যাজিকে আশা জেগে ওঠে। কোন মতে দশটা দিন মাসে সুস্থ্য থাকলেই আমি আমার কাজগুলো করতে পারি । তবে ব্যাথা থাক বা না থাক অনুরোধের আসর গুলোতে উপস্থিতি চলছে, চলবে, নইলে আবার শিল্পী বিনয় প্রশ্নবিদ্ধ হবে ।
ব্যাথায় যন্ত্রনাকাতর হলে মনে হয় খরস্রোতা নদীটি এখন মৃত প্রায় । ফেসবুকে নাই কেন, নতুন গান বের হয়না কেন, দাওয়াতে যেতে পারিনা কেন !!! এ রকম নানান কেন’র উত্তর আমার প্রায় অসাড় শরীর তখন দিতে পারেনা। তবু মহান আল্লাহ চয়নকে পাঠিয়েছেন আমার জন্য, তাইতো রাজীবের ভাষায়- ‘একলা আমার দল’টা টিকে আছে কোন ভাবে ।সব দিক থেকে ব্যাথা যতই বাড়ুক,শরীরের ব্যাথা প্রশমনের জন্য চয়ন তো আছেই। চয়নের জন্য শুধুই ভালবাসা।”
আমাদের কণ্ঠস্বর বিনোদন পরিবারের পক্ষ তার সুস্থতা কামনা করছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন