ছারছীনা শরীফের ইছালে ছওয়াব মাহফিল শুরু

এম. ডি. ইউসুফ, স্বরূপকাঠী (পিরোজপুর) প্রতিনিধি: শতাদ্বীর ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলার সর্বশ্রেষ্ঠ দরবার পিরোজপুরের স্বরূপকাঠীর ছারছীনা শরীফের
১২৬তম ঈছালে ছওয়াব মাহফিলের আজ প্রথম দিন। বুধবার বাদ আছর ছারছীনা শরীফের হযরত
পীর ছাহেব কেবলার উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে দেশের কয়েক লক্ষাধিক মুসলমানদের সমাগমে
ছারছীনার পূর্ণ ভূমির সন্ধ্যা নদীর পাড়ে আরম্ভ হতে যাচ্ছে এ ঈসালে ছওয়াব মাহফিল।
বরাবরের ন্যায় এবারও দেশের দূর-দূরান্ত থেকে মহান আল¬াহকে রাজি-খুশি করা ও পরকালের
জান্নাত লাভের আশায় পবিত্র দরবার শরীফ ছারছীনা ছেলছেলার মুসলিম উম্মাহগনেরা দলে-দলে
মাহফিল উপলক্ষে জমায়েত হতে শুরু করেছে ছারছীনা সন্ধ্যা নদীর পাড়ে অবস্থিত পবিত্র এ দরবার
শরীফে। দীনদার মুসলি¬দের পদচারনায় মুখরিত হয়ে ওঠতে শুরু করছে এ দরবারের আশ-পাশ ও
মাহফিল প্রাঙ্গন। নবী রাসূলের আদর্শ ও ছারছীনার ছেলছেলার অনুসারী মুসলি¬রা অনেকাংশেই এক-
দেড় মাস আগ থেকেই এখানে এসে কাঁেধ কাঁধ মিলিয়ে মাহফিল প্রস্তুতিমূলক কাজে সেচ্ছা শ্রম দিচ্ছে
অনায়েসে।
মাহফিল কমিটির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য জানায়, শতাব্দীর ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলার
সর্বশ্রেষ্ঠ ছারছীনা দরবারের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেব কেবলাদ্বয় কুতুবুল আলম শাহ সূফী হযরত
মাওলানা নেছারউদ্দিন আহম্মদ (রহ:) ও তদ্বীয় জানশীন মুজাদ্দিদে জামান শাহ্ সূফী হযরত মাও: আবু
জাফর মোহাম্মদ ছালেহ (রহ:) ১৯১২সাল থেকে দরবারের লাখো ভক্ত, মরিদান, দীনদার মুসলমান ও
বিপথগামী মানুষদের জন্য কল্যানকামে এই মাহফিল শুরু করেছেন এবং সেই থেকে শুরু হয়ে এখন পর্যন্ত
যথারিতি ২৭,২৮ ও ২৯ ফাল্গুন-১৪২২ বাংলা এবং ১০,১১ ও ১২ মার্চ ২০১৬ইং মোতাবেক মাহফিল
অনুষ্ঠিত হয়ে আসছে।
বাংলাদেশ কেন্দ্রীয় জমায়তে যুব হিজবুল¬াহর সভাপতি আলহাজ্ব কাজী মফিজ উদ্দিন ও কেন্দ্রীয় ছাত্র
হিযবুল¬াহর সভাপতি মো: এনায়েত উল¬াহ প্রতিনিধিকে জানান, মাহফিলের প্যান্ডেলের কাজ,
গেটের কাজ, টয়লেট ব্যাবস্থা, পানি সরবারহের ব্যাবস্থা সহ যাবতীয় কাজ সম্পন্ন।
ছারছীনা শরিফের মাহফিলে দ্বীনি খেদমতের লক্ষে মাদারিপুর থেকে আসা মুসলি¬ আঃ জলিল বলেন,
আমি এখানে প্রায় ২০-৩০ বছর যাবৎ আসি এবং ছারছীনার শুধু মাহফিল নয় অন্যান্য সব ধর্মিয়
অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। এবছরও বরাবরের ন্যায় অনেক দিন আগে এসেছি এবং দ্বীনি
খেদমতের লক্ষে কাজ করে যাচ্ছি।
এদিকে ছারছীনার মাহফিল কমিটির পক্ষ থেকে জানা যায় মাহফিলে আসা মুসল্লি¬ ও মেহমানদের জন্য
থাকবে পর্যাপ্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসার ব্যাবস্থা। তবে এবছরের মাহফিলে বিষেশ কোন
অতিথি উপস্থিত থাকবেন কি না জানতে চাইলে কমিটির লোক বলেন, এখন পর্যন্ত আমরা নিশ্চিন নয় সে
ব্যাপারে, তবে আসতে পারে।
উপজেলা প্রশাসনের তরফ থেকে জানা গেছে, মাহফিলকে ঘিরে প্রসাশনের থাকবে নিরাপত্তাবলয়ের
জোরদার ব্যাবস্থা। এদিকে ছারছীনা ছেলছেলার সকল ওলামা, খোলাফা, তালীমদাতা, পীর ভাই,
মোহেব্বীন, বাংলাদেশ জমায়েতে হিযবুল¬াহর কর্মী ও দীনদার মুসলমানদ্বয়কে উক্ত ১২৬তম ঈছালে
ছওয়াব মাহফিলে যোগদান করার জন্য আহবান জানিয়েছেন ছারছীনা পীর সাহেব কেবলা আলহাজ্ব
হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল¬াহ সাহেব। পবিত্র দরবার প্রাঙ্গন ঘুরে আরো জানা গেছে,
এবারের মাহফিলে কয়েক লক্ষাধিক মুসলি¬র সমাগম ঘটবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-
প্রান মুসলি¬রা আসতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন