ছাড়পত্র পাচ্ছে ‘বস-২’ ও ‘নবাব’?

যৌথ প্রযোজনার ছবিকে ‘যৌথ প্রতারণা’ আখ্যা দিয়ে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের চলমান আন্দোলনের মধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ‘বস-২’ ও ‘নবাব’।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মুর্তজা আহমেদ বিষয়টি জানিয়েছেন।
মুর্তজা বলেন, ছবি দুটি এরই মধ্যে সেন্সর বোর্ড দেখেছে। আজ বুধবার রাতে অথবা আগামীকাল বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সদস্যরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, এরই মধ্যে যৌথ প্রযোজনার ছবির প্রিভিউ কমিটি দুটি ছবি দেখেছে। তারা তথ্য মন্ত্রণালয়ে অনাপত্তিপত্র পাঠিয়েছে।সেন্সর বোর্ড ছবি দুটি দেখেছে। ছাড়পত্র পাওয়ার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র।
এর আগে গত রোববার যৌথ প্রযোজনার এই দুটি ছবি বাংলাদেশে প্রদর্শনে আপত্তি ও যৌথ প্রযোজনার বিরুদ্ধে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) সামনে অবস্থান নেয় চলচ্চিত্র পরিবার। পরের দিন সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন শিল্পী ও কলাকুশলীরা। এর পর বুধবারও সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন তাঁরা।
ওই সময় শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে সেন্সর বোর্ডের এক সদস্যের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতিও হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন