ছাড়পত্র পেলে প্রতিটা দিনই হবে ঈদ: তাসকিন

বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ দুঃসংবাদটা পান ভারতে চলমান টি২০ বিশ্বকাপের সময়। তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।
তার সবগুলো বলে সমস্যা ছিল না। শুধু বাউন্সগুলোতে সমস্যা থাকার পরও তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
তবে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি ছিল। সেই বিশ্বকাপে খেলতে পারেননি তাসকিন। বিশ্বকাপের পর দেশের মাটিতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন তিনি।
কাজ করেন নিজের বোলিং অ্যাকশন নিয়েও। আগামী ৬ সেপ্টেম্বর ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাবেন তাসকিন।
৮ তারিখে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি। পরীক্ষা দেয়ার কয়েকদিন পরই কোরবানির ঈদ। ঈদের আগে ওই পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তাই এবারের ঈদ কিছুটা হলেও চিন্তায় কাটবে এ ডান-হাতি পেসারের।
তবে ঈদের পর ফলাফল হাতে পাবেন তাসকিন। আর ফলাফল যদি ভালো হয় তাহলে প্রতিটা দিনই তার জন্য হবে ঈদের মতো।
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে সব দিনই ঈদের মতো আনন্দে কাটাবেন বলে জানিয়েছেন তাসকিন।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তাসকিন বলেন, ‘নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে প্রতিটা দিনই আমার কাছে ছিল একটু বেদনার। তাই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে প্রতিটা দিনই হবে আমার জন্য ঈদের।’
তিনি বলেন, ‘পরীক্ষায় যেন ভালো করতে পারি সেজন্য কঠোর অনুশীলন করছি। ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। অনেক বিশেষজ্ঞ আমার বোলিংয়ে সন্তুষ্ট। তবে পরীক্ষায় দু’একটা বলও যদি এদিক সেদিক হয় তাও সমস্যা হবে। তবে ভালো করার জন্য কঠোর অনুশীলন করছি। বাকি সব আল্লাহর ইচ্ছা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন